বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন ট্রাইব্যুনালে

সমাজকাল

প্রকাশ: ১৪:২৩, ১ জুলাই ২০২৫

শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন ট্রাইব্যুনালে

শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন ট্রাইব্যুনালে, একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ আবেদন উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউশনের আবেদন অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে ২০২৫ সালের জুলাই মাসে সংঘটিত দমন-পীড়ন ও সহিংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিযুক্ত করা হয়েছে অ্যাডভোকেট মো. আমির হোসেনকে। শুনানিতে অ্যাডভোকেট আমির হোসেন জানান, তিনি মামলার নথিপত্র হাতে পেয়েছেন মাত্র ২৫ জুন এবং শারীরিক অসুস্থতার কারণে প্রস্তুতির জন্য যথাযথ সময় পাননি। তিনি আরও সময় চেয়ে আবেদন করলে ট্রাইব্যুনাল ছয় দিন সময় মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ৭ জুলাই, সোমবার নির্ধারণ করে। ওইদিন আসামিপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে। অপর আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী যায়েদ বিন আমজাদ উপস্থিত ছিলেন। তবে তিনি অভিযোগ গঠনের শুনানিতে অংশ না নেওয়ার কথা ট্রাইব্যুনালকে অবহিত করেন। এই মামলাকে রাষ্ট্রপক্ষ একটি ‘ঐতিহাসিক বিচারিক প্রক্রিয়া’ হিসেবে বিবেচনা করছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: