বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

উখিয়ায় অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেফতার

সমাজকাল

প্রকাশ: ১৮:২৫, ৩০ জুন ২০২৫

উখিয়ায় অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেফতার

উখিয়ায় অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেফতার। কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে র‍্যাব-১৫ অভিযান চালিয়ে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের অন্যতম মূলহোতাকে গ্রেফতার করেছে। অস্ত্র, গুলি এবং র‍্যাবের পোশাক-পরিচয়সহ বিপুল সামগ্রী উদ্ধার।

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের অন্যতম মূলহোতা মো. জায়েদ হোসেন ফারুককে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। অভিযানের সময় তার কাছ থেকে অস্ত্র, গুলি এবং র‍্যাবের পোশাক-পরিচয়সহ বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে কক্সবাজার র‍্যাব-১৫ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম। তিনি জানান, গ্রেফতার হওয়া ফারুকের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় তৈরি বন্দুক, ২১ রাউন্ড দেশি ও বিদেশি গুলি, র‍্যাবের ৪টি কটি, নকল র‍্যাব আইডি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম জানান, গত ১১ জুন রাতে রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে মো. হাফিজ উল্লাহ নামের এক ব্যক্তিকে র‍্যাব পরিচয়ে অপহরণ করে একদল অস্ত্রধারী সন্ত্রাসী। পরে অপহৃতের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে উখিয়ার পশ্চিম মরিচ্যা গ্রামে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা ফারুককে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরও জানায়, সম্প্রতি সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার হওয়া কুখ্যাত ডাকাত শাহ আলম ও বরখাস্ত সৈনিক সুমন মোল্লাসহ আরও অন্তত চারজন এই অপহরণকারী চক্রের সঙ্গে সরাসরি জড়িত। এ ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতার হওয়া ফারুককে সোমবার বিকালে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণ, অস্ত্র ও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: