বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

সমাজকাল

প্রকাশ: ১৪:৫০, ২ জুলাই ২০২৫

আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বুধবার (২ জুলাই) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। অপর দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এই মামলায় আরও এক আসামি, গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, আদালত অবমাননার অভিযোগে চলতি বছরের শুরুতেই এই মামলা দায়ের হয়। মামলায় বলা হয়, বিচারকার্য চলমান অবস্থায় শেখ হাসিনা প্রকাশ্য বক্তব্যে বিচার বিভাগ ও আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, যা সরাসরি আদালত অবমাননার শামিল। দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় দেওয়া হয়। এ বিষয়ে এখনো শেখ হাসিনা কিংবা তার আইনজীবীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: