বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

সমাজকাল

প্রকাশ: ১৫:১২, ৮ জুলাই ২০২৫

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা নিজস্ব প্রতিবেদক মালয়েশিয়ায় জঙ্গি কার্যক্রমে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ৩৫ বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সোমবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে উপস্থাপন করা হলে বিচারক তা গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করেন। মামলাটি দায়ের করেছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) এন্টি টেররিজম ইনটেলিজেন্স ইউনিট (এটিইউ)-এর পুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন। তিনি গত ৫ জুলাই বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক এস এম বখতিয়ার খালেদ আদালতে বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় যাদের আসামি করা হয়েছে, তারা সবাই প্রবাসী বাংলাদেশি এবং মালয়েশিয়ায় অবস্থানকালে সন্দেহভাজনভাবে জঙ্গি কার্যক্রমে যুক্ত ছিলেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে। আসামিদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলেন—নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ, পারভেজ মাহমুদ পাবেল, শরীফ উদ্দিন, সালেহ আহমেদ, আব্দুস সহিদ মিয়া, ফয়সাল আলম, রাজ মাহমুদ মণ্ডল, আশরাফুল ইসলাম, মাহফুজ, সোহেল রানা, আফসার ভূঁইয়া, ইয়াসিন আলী, মো. রফিকুল ইসলাম ও সোহাগ রানা। এর আগে, গত ৪ জুলাই মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিনজন সন্দেহভাজনকে ঢাকায় গ্রেফতার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার তিনজন হলেন—নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও জাহেদ আহমেদ। পুলিশের দাবি, তাদের বিরুদ্ধে দেশে এবং বিদেশে জঙ্গি কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত থাকার বিশ্বাসযোগ্য তথ্য ও প্রমাণ রয়েছে। এটিইউ’র পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে অন্যান্য সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: