দিল্লিতে বিস্ফোরণ মোদী ঘোষণা: জড়িতরা কেউ রেহাই পাবে না
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:১১, ১১ নভেম্বর ২০২৫
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার (১১ নভেম্বর) ভুটানের থিম্ফুতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন,“আমাদের তদন্ত সংস্থাগুলো এই ষড়যন্ত্রের মূল পর্যন্ত পৌঁছাবে। যারা এই ঘটনার পেছনে আছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে ধীরগতিতে চলা একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে অন্তত নয়জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হন।
বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকা কেঁপে ওঠে, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভারতের অন্যতম পর্যটনকেন্দ্র লাল কেল্লার কাছাকাছি হওয়ায় ঘটনাটি দেশজুড়ে নিরাপত্তা জোরদারের আহ্বান তোলে।
ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা, দিল্লি পুলিশ ও এনআইএ (এনআইএ) যৌথভাবে তদন্ত শুরু করেছে।
মোদী জানিয়েছেন, তিনি রাতভর সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং তদন্তের প্রতিটি অগ্রগতি নিজে পর্যবেক্ষণ করছেন।
তিনি বলেন,“গতকাল সন্ধ্যায় দিল্লিতে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, তা গোটা দেশকে স্তম্ভিত করেছে। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। সমগ্র দেশ তাঁদের পাশে রয়েছে।”
দুই দিনের সরকারি সফরে বর্তমানে ভুটানের রাজধানী থিম্ফুতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী মোদী। দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।
