দিল্লির লাল কেল্লা মেট্রোস্টেশনের কাছে বিস্ফোরণ, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২:১৪, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৩:৫৯, ১১ নভেম্বর ২০২৫
দিল্লির লাল কেল্লা মেট্রোস্টেশনের কাছে বিস্ফোরণ। ছবি: ওয়ান ইন্ডিয়া
ভারতের রাজধানী নয়াদিল্লি কেঁপে উঠেছে ভয়াবহ এক বিস্ফোরণে। সোমবার সন্ধ্যায় লাল কেল্লা মেট্রোস্টেশনের ১ নম্বর গেটের পাশে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত আটজন নিহত ও অনেকে আহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে।
বিস্ফোরণের পর মুহূর্তেই ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে, পাশাপাশি একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ আগুনে আশপাশের ভবনের জানালার কাচ ভেঙে পড়ে, সৃষ্টি হয় চরম আতঙ্ক। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে, এরপর কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে সাতটি অগ্নিনির্বাপণ যান ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধারকাজ চলছে। ফায়ার সার্ভিসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “বিস্ফোরণের তীব্রতা ছিল অত্যন্ত বেশি, আমরা ধারণা করছি গাড়ির ভেতরে বিস্ফোরক দ্রব্য মজুত ছিল।”
দিল্লি পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা, তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এ ঘটনায় রাজধানীজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। মেট্রো ও রেলস্টেশনসহ জনবহুল এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। দিল্লি পুলিশের বিশেষ দপ্তর এবং বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে তদন্তে নেমেছে।
ঘটনার ছবি ও ভিডিওতে দেখা গেছে, জ্বলন্ত গাড়ি থেকে ধোঁয়া উড়ছে, আশেপাশের মানুষজন দৌড়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছে। আতঙ্কে মেট্রো চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।
