মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের বাদ দেওয়া
মোদির কঠোর সমোলোচনা করলেন রাহুল গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:৩১, ১১ অক্টোবর ২০২৫

ছবি : ফাইল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লি সফরের সময় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের বাদ দেওয়ার ঘটনাকে ঘিরে রাহুল বলেন, “মোদিজি, আপনি যখন কোনো প্রকাশ্য অনুষ্ঠানে নারী সাংবাদিকদের বাদ দেওয়ার অনুমতি দেন, তখন আপনি ভারতের প্রতিটি নারীর কাছে বার্তা দিচ্ছেন—আপনি তাদের পক্ষে দাঁড়ানোর মতো শক্তিশালী নন।”
শনিবার (১১ অক্টোবর) এক্সে (পূর্বে টুইটার) দেওয়া পোস্টে তিনি আরও লেখেন, “আমাদের দেশে নারীদের সমান অংশগ্রহণের অধিকার রয়েছে। এমন বৈষম্যের মুখে আপনার নীরবতা ‘নারী শক্তি’র স্লোগানের ফাঁপা ভাব প্রকাশ করছে।”
উল্লেখ্য, শুক্রবার নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে কেবল কয়েকজন পুরুষ সাংবাদিককে অনুমতি দেওয়া হয়, যেখানে নারী সাংবাদিকদের উপস্থিতি দেখা যায়নি। ওই প্রেস কনফারেন্সটি আয়োজিত হয় আফগান দূতাবাস প্রাঙ্গণে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে মুত্তাকির বৈঠকের পর।
সূত্র জানায়, সাংবাদিকদের আমন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছিলেন মুত্তাকির সঙ্গে থাকা তালেবান কর্মকর্তারা। ভারতের পক্ষ থেকে নারী সাংবাদিকদেরও অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হলেও তা কার্যকর হয়নি।
আফগানিস্তানে নারীদের অধিকার সীমিত করার জন্য তালেবান সরকার দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলের, বিশেষ করে জাতিসংঘসহ বহু মানবাধিকার সংস্থার, তীব্র সমালোচনার মুখে রয়েছে। রাহুল গান্ধীর মতে, এমন পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী যদি প্রতিবাদ না করেন, তাহলে তা শুধু আফগান নারীদের নয়, ভারতীয় নারীদের প্রতিও অবিচার। সূত্র: হিন্দুস্তান টাইমস