সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৬ অগ্রাহায়ণ ১৪৩২

শান্তিতে নোবেলজয়ী মাচাদোর প্রতিক্রিয়া 

আমি বিশ্বাসই করতে পারছি না! ওহ ঈশ্বর! 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৪৫, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:১৯, ১১ অক্টোবর ২০২৫

আমি বিশ্বাসই করতে পারছি না! ওহ ঈশ্বর! 

নরওয়ের নোবেল কমিটি যখন এ বছরের শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করেন, তখনও ভেনেজুয়েলার এই বিরোধীদলীয় রাজনীতিক আত্মগোপনে। সুতরাং নোবেল জয়ের খবরটি তার রাজনৈতিক সহযোদ্ধা গনসালেসের কাছ থেকেই জানতে হয়।

পুরস্কার ঘোষণার পর একটি ভিডিও পোস্ট করেন গনসালেস। সেই ভিডিওতে মাচাদো জানান তার প্রথম প্রতিক্রিয়া। বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না! ওহ ঈশ্বর!’ উত্তেজিত গনসালেস জবাব দেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য!’

নরওয়েজিয়ান নোবেল কমিটি এক বিবৃতিতে মাচাদোর গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রামকে স্বীকৃতি জানিয়ে তাকে বর্ণনা করেছে ‘সাম্প্রতিক লাতিন আমেরিকার ইতিহাসে অসাধারণ বেসামরিক সাহসের এক দৃষ্টান্ত’ হিসেবে।

কমিটি গত বছরের নির্বাচনে ভেনেজুয়েলার বিরোধীদের ‘উদ্ভাবনী, সাহসী, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক’ পরিবর্তনের প্রচেষ্টার প্রশংসা করে। সেখানে লক্ষাধিক স্বেচ্ছাসেবক ভোট পর্যবেক্ষণ ও ভোটগণনার তথ্য সংগ্রহে অংশ নেন এবং প্রমাণ করেন যে গনসালেস নির্বাচনে জয়ী হয়েছিলেন।

নোবেল কমিটি বিবৃতি বলে, ‘কিন্তু সরকার নির্বাচনের ফলাফল মানতে অস্বীকার করে এবং ক্ষমতা আঁকড়ে ধরে। মাদুরো ২০১৩ সালে তার পরামর্শদাতা হুগো শাভেজের মৃত্যুর পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও, দেশটি ধীরে ধীরে একনায়কতন্ত্রে পরিণত হয়েছে।’

কমিটি আরও বলে, ‘ভেনেজুয়েলা একসময় ছিল তুলনামূলকভাবে গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ, কিন্তু এখন এটি এক নৃশংস স্বৈরশাসিত রাষ্ট্রে পরিণত হয়েছে, যা মানবিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত। অধিকাংশ নাগরিক দারিদ্র্যে নিমজ্জিত। দেশটিতে অল্প কয়েকজন শাসকশ্রেণি নিজেদের ধনসম্পদ বাড়িয়ে যাচ্ছে। রাষ্ট্রের সহিংস যন্ত্র এখন নিজ জনগণের বিরুদ্ধেই ব্যবহৃত হচ্ছে। প্রায় ৮০ লাখ মানুষ দেশ ছেড়ে চলে গেছে। বিরোধীদের দমন করা হয়েছে নির্বাচনী কারচুপি, আইনি নিপীড়ন ও কারাবন্দি করার মাধ্যমে।’

নোবেল কমিটি মাচাদোকে প্রশংসা করেছে, ‘একজন সাহসী ও অঙ্গীকারবদ্ধ শান্তির চ্যাম্পিয়ন’ হিসেবে, যিনি ‘অন্ধকার সময়ে গণতন্ত্রের শিখাকে প্রজ্বলিত রেখেছেন।’

মাচাদোকে ‘একসময় গভীরভাবে বিভক্ত বিরোধী রাজনীতিতে ঐক্যের প্রতীক’ হিসেবেও বিবৃতিতে উল্লেখ করেছে নোবেল কমিটি।

আজ শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করা হয়। আগামী ১০ ডিসেম্বর অসলোতে তার হাতে নোবেল শান্তি পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে একটি পদক, সনদপত্র এবং ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার অর্থ পাবেন তিনি। 

সূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘আর.ভি ড. ফ্রিডটজফ নানসেন’ জরিপ; বঙ্গোপসাগরে ৬৫ নতুন প্রজাতির মাছ, বাংলাদেশ অংশেই ৫ প্রজাতি
অবৈধ আহরণে সমুদ্রে কমে যাচ্ছে মাছ: ফরিদা আখতার
খালেদা জিয়ার সুস্থতায় ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
বিএনপির হাতেই দেশের সার্বভৌমত্ব: মির্জা আব্বাস
১৭০ আসনে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ: দেখে নিন প্রার্থী কারা
ছাদে দুই কিশোর, বন্ধ মেট্রোরেল চলাচল
সরকারি প্লট বরাদ্দ দুর্নীতি মামলা : শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় সোমবার
হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিলো: তদন্ত কমিশন
নারায়ণগঞ্জে বাউলদের সমাবেশ মঞ্চের ফেস্টুন ছিঁড়ল যুবক, আটক
তারেক রহমান ঢাকায় না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা ঠিক না: পররাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত হত্যার সমাধান আপাতত দেখছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় যাত্রাপালা প্রদর্শনী, ৩১ টি দল থাকবে
কামালকে প্রত্যর্পণের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই: উপদেষ্টা
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত,
সচিবালয়ের আগুন নিভেছে
ফিরতে চাইলে তারেক রহমানকে ওয়ান-টাইম পাস দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়
খুলনায় আদালত চত্বরে গুলিতে নিহত ২
১ ডিসেম্বর থেকে রাত্রে থাকা যাবে সেন্টমার্টিনে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাশিয়ার শুভেচ্ছা–বার্তা