শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

ট্রাম্পের গাজা শান্তিচুক্তিকে স্বাগত জানালেন মোদি

 ‘স্থায়ী শান্তির পথে বড় পদক্ষেপ’ — গাজা চুক্তি নিয়ে মোদির প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:০৪, ৯ অক্টোবর ২০২৫

ট্রাম্পের গাজা শান্তিচুক্তিকে স্বাগত জানালেন মোদি

ফাইল ছবি

 

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে সম্পন্ন প্রথম ধাপের শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছেন। মোদি এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপের এই চুক্তিকে আমরা স্বাগত জানাই। এটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শক্তিশালী নেতৃত্বেরও প্রতিফলন।”

মোদি আরও বলেন, গাজার বন্দি মুক্তি ও মানবিক সহায়তা বৃদ্ধির মাধ্যমে এই চুক্তি অঞ্চলটির স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। 
তিনি বলেন, “বন্দিদের মুক্তি এবং মানবিক সহায়তার সম্প্রসারণ গাজার মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে এবং দীর্ঘস্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে।”

ভারত দীর্ঘদিন ধরে গাজায় শান্তি ও মানবিক সংকট মোকাবিলায় কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে অবস্থান নিয়েছে। দিল্লি সব সময়ই বলেছে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা করেন, ইসরায়েল ও হামাস উভয়েই যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় বন্দিমুক্তি ও আংশিক সেনা প্রত্যাহারের একটি চুক্তিতে উপনীত হয়েছে। এটিকে অনেক বিশ্লেষক গাজা সংকটে এক ‘ঐতিহাসিক মোড়’ হিসেবে দেখছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস
 

আরও পড়ুন