৭৩তম জন্মদিনে পুতিনকে ফোনে শুভেচ্ছা জানালেন মোদি
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০:৫৫, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:০৬, ৮ অক্টোবর ২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার (৭ অক্টোবর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন তার ৭৩তম জন্মদিন উপলক্ষে। শুভেচ্ছা বিনিময়ের সময় দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং দীর্ঘদিনের “বিশেষ ও বিশেষাধিকৃত কৌশলগত অংশীদারত্ব” আরও শক্তিশালী করার ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতার সম্পর্ক ঐতিহাসিক, এবং ভবিষ্যতেও আমরা এই বন্ধনকে আরও সমৃদ্ধ করব।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মোদি ও পুতিনের আলোচনায় দুই দেশের জ্বালানি, প্রতিরক্ষা, বাণিজ্য, মহাকাশ গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ক বিভিন্ন চলমান উদ্যোগ পর্যালোচনা করা হয়। মোদি আসন্ন ডিসেম্বর মাসে ভারতে অনুষ্ঠিতব্য ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক সম্মেলনে পুতিনকে স্বাগত জানানোর অপেক্ষায় আছেন বলেও উল্লেখ করা হয়।
এই সম্মেলনটি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি হবে পুতিনের প্রথম ভারত সফর। গত কয়েক বছরে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ভারত ও রাশিয়ার সম্পর্কের উষ্ণতা বজায় রয়েছে—বিশেষ করে তেল আমদানি, প্রতিরক্ষা প্রযুক্তি এবং বহুপাক্ষিক মঞ্চে পারস্পরিক সমর্থনের ক্ষেত্রগুলোতে।
বিশ্লেষকদের মতে, চলমান বৈশ্বিক ভূরাজনীতিতে ভারত-রাশিয়া সম্পর্কের দৃঢ়তা দুই দেশের জন্যই কৌশলগত সুবিধা এনে দেবে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষার পাশাপাশি রাশিয়ার সঙ্গে এই ভারসাম্য বজায় রাখা নয়াদিল্লির পররাষ্ট্রনীতির এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।