বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি অসম্ভব

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ২০:৪৮, ৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ২২:১০, ৬ অক্টোবর ২০২৫

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি অসম্ভব

মধ্যপ্রাচ্যে স্থায়ী ও বাস্তব শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, যদি না একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হয়—এমন মন্তব্য করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

তিনি বলেন, ‘গাজায় যুদ্ধবিরতি, বন্দি ও আটক ফিলিস্তিনিদের বিনিময়, গাজা পুনর্গঠন এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া শুরু করাই হচ্ছে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার সঠিক পথ।’ খবর আলজাজিরার

বর্তমানে মিসরই ইসরায়েল ও হামাসের মধ্যে 'শান্তি আলোচনার' আয়োজক হিসেবে কাজ করছে। এই বৈঠকে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরাও অংশ নিচ্ছেন।

এদিকে শান্তি আলোচনার মধ্যেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সোমবার ভোর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নতুন করে অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ত্রাণ সংগ্রহে আসা কয়েকজনও রয়েছে।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় কমপক্ষে ৬৭ হাজার ১৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৯ হাজার ৬৭৯ জন আহত হয়েছে। আরও বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মিসরের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতময় পরিস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ কায়রো দীর্ঘদিন ধরেই দুই রাষ্ট্র সমাধানের পক্ষে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন