মিশরে হামাসের প্রধান আলোচক খালিল আল-হায়া
যুক্তরাষ্ট্রের দূত পাঠালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:০৯, ৬ অক্টোবর ২০২৫

ছবি : সংগৃহীত
হামাসের শীর্ষ আলোচক খালিল আল-হায়া রবিবার মিশরে পৌঁছেছেন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্বে। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় প্রক্রিয়া নিয়ে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নিতেই তার এই সফর বলে জানিয়েছে ফিলিস্তিনি সংগঠনটি।
খালিজ টাইমস জানিয়েছে, এই বৈঠক আজ সোমবার মিশরের জনপ্রিয় পর্যটন শহর শারম আল-শেখে অনুষ্ঠিত হচ্ছে। গত মাসে দোহায় হামাস নেতৃত্বের ওপর ইসরায়েলি হামলার পর এটি হায়ার প্রথম প্রকাশ্য কূটনৈতিক উদ্যোগ। ঐ হামলায় হায়ার ছেলে ও পাঁচজন নিহত হলেও হামাসের শীর্ষ নেতারা বেঁচে যান। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের কাছে দুঃখপ্রকাশ করেন।
রবিবার কাতারে প্রচারিত এক ভাষণে খালিল আল-হায়া নিজের ছেলেকে হারানোর বেদনা প্রকাশ করলেও আলোচনার বিষয়ে সরাসরি কিছু বলেননি। তবে হামাসের পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রতিনিধি দল “যুদ্ধবিরতি, দখলদার বাহিনীর প্রত্যাহার এবং বন্দি বিনিময় প্রক্রিয়ার বাস্তবায়ন কৌশল” নিয়ে আলোচনায় অংশ নিচ্ছে।
অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় নিশ্চিত করেছে যে ইসরায়েলি প্রতিনিধিদলও সোমবার শারম আল-শেখের উদ্দেশে রওনা হবে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনার তদারকি করতে তার দুই বিশেষ দূত পাঠিয়েছেন—বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। তারা আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চূড়ান্ত কাঠামো নির্ধারণে কাজ করবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।
হামাস ও ইসরায়েল—দুই পক্ষই ট্রাম্পের প্রস্তাবিত রোডম্যাপের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে, তবে কার্যকর চুক্তিতে পৌঁছাতে এখনো বেশ কিছু জটিল বিষয় সমাধান বাকি রয়েছে।