হামাসকে ট্রাম্পের শান্তি প্রস্তাব গ্রহণের আহ্বান পোপ লিওর
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ২৩:০০, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:১২, ২ অক্টোবর ২০২৫

গাজার জন্য প্রণীত যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবকে বাস্তবসম্মত বলে অভিহিত করেছেন পোপ লিও চতুর্দশ। একই সঙ্গে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসকে নির্ধারিত সময়সীমার মধ্যে এটি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ভিলা বার্বেরিনি থেকে ভ্যাটিকানে ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পোপ লিও।
পোপ লিও চতুর্দশ বলেন, ‘আমরা আশা করি তারা (হামাস) এটি গ্রহণ করবে। এ পর্যন্ত এটি একটি বাস্তবসম্মত প্রস্তাব বলে মনে হচ্ছে। যুদ্ধবিরতি এবং বন্দিদের মুক্তি অত্যন্ত জরুরি। কিছু দিক বিশেষভাবে গুরুত্ববহ।’
গাজায় চলমান সংকটের মধ্যে ত্রাণ পৌঁছানোর প্রক্রিয়ার ওপর জোর দেন পোপ লিও। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এতে কোনো হিংসা কাম্য নয় এবং এতে মানুষের মর্যাদা রক্ষা করা হবে।’
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্যতার বক্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পোপ লিও। তিনি বলেন, ‘এভাবে কথা বলা উদ্বেগজনক। আমরা আশা করি এটি শুধুমাত্র বক্তব্য, আমরা চাই সংঘাত যেন না হয় এবং শান্তির পথে কাজ করতে হবে।’
ভ্যাটিকানে অর্থ পরিচালনার প্রক্রিয়ার ওপর চলমান বিচার প্রসঙ্গে পোপ জানান, বিচার প্রক্রিয়ায় তিনি হস্তক্ষেপ করবেন না। তিনি বলেন, ‘এটি বিচারক ও আইনজীবীদের হাতে সমাধান হওয়া উচিত।’
এদিকে ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে ২০ দফা শান্তি পরিকল্পনা উন্মোচন করেন। পরিকল্পনায় সব ইসরায়েলি বন্দির মুক্তি, হামাসের সম্পূর্ণ অস্ত্রত্যাগ, ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ ফিলিস্তিন কমিটি গঠন অন্তর্ভুক্ত রয়েছে।