রাহুল গান্ধীকে হত্যার হুমকি, নিরাপত্তা দাবি কংগ্রেসের
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৮:০৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৫৮, ২৯ সেপ্টেম্বর ২০২৫
ভারতের জাতীয় কংগ্রেস দল বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে। কারণ, কেরালার বিজেপি মুখপাত্র প্রিন্টু মহাদেব সম্প্রতি একটি টেলিভিশন বিতর্কে তাকে বুকে গুলি করার হুমকি দেন।
কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, এটি কোনো অসতর্ক মন্তব্য নয়, বরং পরিকল্পিত ও ভীতিকর হুমকি। ভেনুগোপাল বলেন, রাহুল গান্ধীর দৃঢ় অবস্থান বিজেপি ও আরএসএস মতাদর্শকে কাঁপিয়ে দিয়েছে, তাই তাকে লক্ষ্য করে এ ধরনের আক্রমণাত্মক বক্তব্য আসছে।
চিঠিতে বলা হয়েছে, অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমেও রাহুল গান্ধীকে বহুবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতাদের অনেকেই বিজেপির সঙ্গে জড়িত ছিলেন। কংগ্রেস বলেছে, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে তা সহিংসতাকে কার্যত বৈধতা দেওয়ার শামিল হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর শপথ ভঙ্গের গুরুতর উদাহরণ হয়ে দাঁড়াবে।
চিঠিতে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেস মনে করছে, একই ধরনের রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে জন্য সরকারকে জরুরি ব্যবস্থা নিতে হবে।
কংগ্রেস বলেছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে হত্যার হুমকি আসলে গণতন্ত্রের মূল কাঠামোকে আক্রমণ করা। কোটি কোটি ভারতীয় তাকে অধিকার ও বহুত্ববাদী মূল্যবোধের রক্ষক হিসেবে দেখেন। তাই তার নিরাপত্তা শুধু ব্যক্তিগত নয়, বরং গোটা দেশের গণতন্ত্র রক্ষার সঙ্গে সম্পৃক্ত।
