হাসিনার মৃত্যুদণ্ড ও ভারতের বিবৃতি প্রসঙ্গে
সাধারণভাবে, আমি মৃত্যুদণ্ডের বিরোধী। এটি আমার নীতিগত অবস্থান, যা আমি সমভাবে শত্রু ও মিত্র উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য মনে করি। একথা আমি ২০১৩ সালে, যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড-চাওয়া শাহবাগ আন্দোলন-কালে বলেছিলাম, এবং আজও বলছি ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ড প্রসঙ্গে।