সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

সাবেক এমপিদের ৩১ বিলাসবহুল গাড়ি যাচ্ছে সরকারের মালিকানায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৪০, ১২ নভেম্বর ২০২৫

সাবেক এমপিদের ৩১ বিলাসবহুল গাড়ি যাচ্ছে সরকারের মালিকানায়

শুল্কমুক্ত সুবিধায় বিদেশ থেকে আনা ৩১টি বিলাসবহুল গাড়ি। ছবি: সংগৃহীত

বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্যদের (এমপি) শুল্কমুক্ত সুবিধায় বিদেশ থেকে আনা ৩১টি বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি যানবাহন অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (১২ নভেম্বর) এক বিশেষ আদেশে এনবিআর এই নির্দেশ জারি করে।

এনবিআর জানায়, তৎকালীন সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় উচ্চমূল্যের গাড়ি আমদানি করা হলেও সংসদ বিলুপ্তির পর ওই সুবিধা কার্যকর থাকে না। চট্টগ্রাম কাস্টমস হাউস এ বিষয়ে নির্দেশনা চাইলে ২০২৪ সালের ৮ ডিসেম্বর এনবিআর জানায়, এসব গাড়ির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য নয়। ফলে আমদানিকারকদের স্বাভাবিক হারে শুল্ক ও কর পরিশোধ করতে বলা হয়েছিল।

তবে সংশ্লিষ্ট আমদানিকারকরা নির্ধারিত শুল্ক ও কর না দেওয়ায় কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ৯৪(৩) অনুযায়ী গাড়িগুলো নিলামে তোলা হয়। কিন্তু কোনো নিলামকারী প্রতিষ্ঠান যৌক্তিক দর না দেওয়ায় বিক্রি সম্ভব হয়নি। পরবর্তীতে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়—এই গাড়িগুলো জনস্বার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি যানবাহন অধিদপ্তরে হস্তান্তর করা হবে।

এনবিআরের তথ্য অনুযায়ী, শুল্কমুক্ত সুবিধায় আনা এই ৩১টি বিলাসবহুল গাড়ির মোট শুল্ক ও করের পরিমাণ প্রায় ২৬৯ কোটি ৬১ লাখ টাকা। এর মধ্যে একেকটি গাড়ির শুল্ক-কর ৮ থেকে ৯ কোটি টাকার মধ্যে। চট্টগ্রাম কাস্টমস জানায়, ভবিষ্যতে সংশ্লিষ্ট আমদানিকারকরা শুল্ক-কর পরিশোধ করলে গাড়িগুলো তাদের অনুকূলে খালাস দেওয়া হবে, আর সরকারি যানবাহন অধিদপ্তর তখন সেগুলো ফেরত দেবে।

সূত্র জানায়, বিলুপ্ত সংসদের বেশ কয়েকজন সাবেক এমপি তাদের কোটা ব্যবহার করে গাড়ি আমদানি করেছিলেন। কিন্তু ২০২৪ সালের আগস্টে সংসদ ভেঙে দেওয়া ও শুল্কমুক্ত সুবিধা বাতিল হওয়ার পর থেকে গাড়িগুলো দীর্ঘদিন বন্দরে অচল অবস্থায় ছিল। সেপ্টেম্বরে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, নিলামে সঠিক দর না পাওয়ায় এসব গাড়ি সরকারকে দেওয়া হবে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ রেহানাসহ ১৭ আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জবানবন্দি গ্রহণ
ঢাকায় একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ
খুলনায় নানি ও দুই নাতি-নাতনির মরদেহ উদ্ধার
উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ
কাপ্তাই সড়কে সিএনজির উপর হাতির হামলা, প্রাণ গেল বৃদ্ধার
স্টারবাকস বয়কটের ডাক মেয়র জোহরান মামদানির
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ১১, নিখোঁজ ১২
ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়া ফ্যাসিবাদ হটানো সম্ভব নয়—জোনায়েদ সাকি
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদল, ১৫ কর্মকর্তার বদলি
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭০০
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য কড়াকড়ি
ট্রেনের লাগেজ ভ্যান কেনায় ৩৫৮ কোটি টাকার ক্ষতি, রেলের ছয় কর্মকর্তা দুদকের মামলার মুখোমুখি
ট্রেনের লাগেজ ভ্যান কেনায় ৩৫৮ কোটি টাকার ক্ষতি, রেলের ছয় কর্মকর্তা দুদকের মামলার মুখোমুখি
মোহাম্মদপুরে ৬ পেট্রল বোমা উদ্ধার, আটক ১
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া
লিঙ্গ বৈষম্য নিয়ে নতুন বিতর্কে কঙ্গনা রানাউত
বিভিন্ন দেশের ১৫ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি আরব
১০ বছর পর বড় পর্দায় ফিরছেন বজরঙ্গি ভাইজানের ‘মুন্নি’
চুড়ান্ত নিবন্ধন দৌঁড়ে এগিয়ে এনসিপি ও বাসদ, পিছিয়ে আমজনগণ পার্টি
গাজা পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোট সোমবার