শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

শ্রীলঙ্কা ভ্রমণের আগেই নিতে হবে ইটিএ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:১৮, ৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:০০, ৭ অক্টোবর ২০২৫

শ্রীলঙ্কা ভ্রমণের আগেই নিতে হবে ইটিএ

আগামী ১৫ অক্টোবর থেকে শ্রীলঙ্কা ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশিসহ সব বিদেশি পর্যটকের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। এতদিন পর্যন্ত শ্রীলঙ্কায় পৌঁছে বিমানবন্দরে ‘অন অ্যারাইভাল ভিসা’ সুবিধার আওতায় নির্দিষ্ট ফি দিয়ে ইটিএ নেওয়া যেত। তবে এখন থেকে ভ্রমণের আগেই অনলাইনে ইটিএ গ্রহণ করতে হবে।

সোমবার (৬ অক্টোবর) ঢাকায় শ্রীলঙ্কার দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, শ্রীলঙ্কার ইমিগ্রেশন ও অভিবাসন বিভাগের নির্দেশনা অনুযায়ী ১৫ অক্টোবর থেকে পর্যটন ভিসার ক্ষেত্রে অনলাইন ইটিএ বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "শ্রীলঙ্কা ভ্রমণের পরিকল্পনা করা সব বিদেশি নাগরিককে তাদের ভ্রমণ শুরু করার আগে অনলাইনে ইটিএ গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।”

ইটিএ নেওয়ার দুই উপায়

ভ্রমণকারীরা দুইভাবে ইটিএ নিতে পারবেন—
১. অনলাইনে আবেদন করে: শ্রীলঙ্কা ইটিএ অফিসিয়াল ওয়েবসাইট।

২. ঢাকায় শ্রীলঙ্কা দূতাবাসে সরাসরি আবেদন করে।

ইটিএ ছাড়া কেউ শ্রীলঙ্কায় প্রবেশ করতে পারবেন না। এটি শুধু পর্যটন ভিসার জন্য নয়, ব্যবসায়িক বা ট্রানজিট যাত্রার ক্ষেত্রেও প্রযোজ্য।

আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন