বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

থিয়েটার ফ্যাক্টরির নতুন নাটক ’কমলা রঙের বোধ’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ২২:১৩, ২০ আগস্ট ২০২৫

থিয়েটার ফ্যাক্টরির নতুন নাটক ’কমলা রঙের বোধ’

আবার মঞ্চস্থ হচ্ছে থিয়েটার ফ্যাক্টরির নতুন নাটক 'কমলা রঙের বোধ'। এটি এই নাট্য দলের ৫ম প্রযোজনা। আগামী ২৩ আগস্ট শনিবার ও ২৪ আগস্ট রবিবার দুই দিনই সন্ধ্যা ৭ টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকের ১০ম ও ১১শ প্রদর্শনী।

থিয়েটার ফ্যাক্টরির প্রচার ও প্রকাশনা কারিগর
মুনমুন খান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

এটি কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্ম অবলম্বনে থিয়েটার ফ্যাক্টরির নতুন নাটক ও দলের ৫ম প্রযোজনা। নাটকটি রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন অলোক বসু।

নাটকটিতে জীবনানন্দ দাশ, লাবণ্য দাশ, শোভনা, কুসুমকুমারী দাশ, সত্যানন্দ দাশ, সুচরিতা, বুদ্ধদেব বসু, অচিন্ত্য সেনগুপ্ত, শামসুদ্দিন আবুল কালাম, মঞ্জুশ্রী দাশ এবং কথকসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে দিপু মাহমুদ, আরিফ আনোয়ার, কে এম হাসান, আশা আক্তার, মুনমুন খান, আকলিমা আক্তার, সুভাষ সরকার, বিপাশা সাইদ, সারাফ নাওয়ার শায়িরা, শান্তনূর ইহসান দিগন্ত, মৃন্ময় চৌধুরী, হাসিব হক, রবিউল ইসলাম রাজিব, শিশির বিন্দু ও সূর্য সরকারসহ আরও অনেকে।

আলোক পরিকল্পনায় রয়েছেন ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনায় মোহসিনা আক্তার, সংগীত পরিকল্পনায় রমিজ রাজু, মঞ্চ পরিকল্পনায় শাকিল সিদ্ধার্থ এবং কোরিওগ্রাফি করেছেন আমিনুল আশরাফ।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: