বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

কেয়া পাতার নৌকোর স্রষ্টা প্রফুল্ল রায় প্রয়াত

সমাজকাল

প্রকাশ: ১৯:৪০, ১৯ জুন ২০২৫

কেয়া পাতার নৌকোর স্রষ্টা প্রফুল্ল রায় প্রয়াত

কেয়া পাতার নৌকোর স্রষ্টা প্রফুল্ল রায় প্রয়াত, ৯০ বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাহিত্য অকাদেমি ও বঙ্কিম পুরস্কারপ্রাপ্ত এই কথাশিল্পীর মৃত্যুতে বাংলা সাহিত্যজগতে শোকের ছায়া। সমাজকাল ডেস্ক : বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাসাহিত্যিক প্রফুল্ল রায় প্রয়াত হলেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৩টা ১৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন এই সাহিত্যিক। শেষ কয়েক মাসে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। সম্প্রতি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানেই চলছিল চিকিৎসা। ১৯৩৪ সালে অবিভক্ত বাংলার ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন প্রফুল্ল রায়। দেশভাগের পর ১৯৫০ সালে তিনি ভারতে চলে যান। উদ্বাস্তু জীবন ও দেশভাগের যন্ত্রণা তার সৃষ্টির অন্যতম কেন্দ্রবিন্দুতে ছিল। শরণার্থীদের দুর্দশা, বাস্তুচ্যুত মানুষের জীবনসংগ্রাম, প্রান্তিক বাঙালির আর্তনাদ তার উপন্যাসে অত্যন্ত সংবেদনশীলভাবে উঠে এসেছে। প্রফুল্ল রায়ের সাহিত্যজীবনের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি ‘কেয়া পাতার নৌকো’, যেটি কেবল বই হিসেবে নয়, পরবর্তীতে একটি জনপ্রিয় বাংলা ধারাবাহিক হিসেবেও বিপুল প্রশংসা কুড়িয়েছিল। এ ছাড়াও ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘নোনা জল মিঠে মাটি’, ‘আকাশের নেই মানুষ’-এর মতো শক্তিশালী উপন্যাস তাকে এনে দিয়েছে পাঠকের মমতা ও সম্মান। তার লেখা উপন্যাস অবলম্বনে তৈরি বহু চলচ্চিত্র ও নাটক বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, তাঁর গল্প অবলম্বনে নির্মিত 'বাঘ বন্দী খেলা' চলচ্চিত্রে কিংবদন্তি অভিনেতা উত্তম কুমার অভিনয় করেন। প্রফুল্ল রায় তার সাহিত্যকীর্তির জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার, বঙ্কিম পুরস্কার-সহ অসংখ্য সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলা ছোটগল্পের জগতে তার অবদানও অসামান্য। একাধিক প্রজন্মের পাঠককে স্পর্শ করেছে তাঁর কলম। সাহিত্যের এই নীরব সাধকের প্রয়াণে বাংলা সাহিত্যজগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: