চীনের অনলাইন সাহিত্য পাঠকের সংখ্যা ৫৭৫ মিলিয়নে, জেনারেশন জেড-এর ভক্তিতে নতুন জোয়ার
সমাজকাল
প্রকাশ: ১৭:২২, ১৮ জুন ২০২৫
চীনের অনলাইন সাহিত্য পাঠকের সংখ্যা ৫৭৫ মিলিয়নে, জেনারেশন জেড-এর ভক্তিতে নতুন জোয়ার, তরুণ প্রজন্মের নেতৃত্বে এই শিল্পে নতুন ধারার সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও জনপ্রিয়তা পাচ্ছে চীনা সাহিত্য।
সমাজকাল ডেস্ক :
চীনের অনলাইন সাহিত্য পাঠকের সংখ্যা পৌঁছেছে ৫৭৫ মিলিয়নে, যা দেশটির সাংস্কৃতিক পরিসরে ডিজিটাল গল্প বলার আধিপত্যকে স্পষ্টভাবে তুলে ধরে।
চায়না রাইটার্স অ্যাসোসিয়েশন প্রকাশিত ২০২৪ সালের চায়না অনলাইন লিটারেচার ব্লু বুক অনুযায়ী, ২৬ থেকে ৪৫ বছর বয়সী পাঠকরা এই বিশাল পাঠক গোষ্ঠীর প্রায় অর্ধেক। তবে সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে ২০০০ সালের পর জন্ম নেওয়া পাঠকদের (জেনারেশন জেড) অংশগ্রহণ — বর্তমানে তারা মোট পাঠকের প্রায় এক চতুর্থাংশ।
প্রতিবেদনটি জানায়, দেশের ৫০টি শীর্ষ অনলাইন সাহিত্য প্ল্যাটফর্ম থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এই শিল্প থেকে আয় হয়েছে প্রায় ৪৪ বিলিয়ন ইউয়ান (৬.১ বিলিয়ন মার্কিন ডলার)।
২০২৪ সালের শেষে চীনের অনলাইন সাহিত্য সংগ্রহে প্রকাশিত কন্টেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৩.৩ কোটিতে। শুধু ওই বছরেই যুক্ত হয়েছে ২০ লাখ নতুন সাহিত্যকর্ম, যা ২০২৩ সালের তুলনায় ৭ শতাংশ বেশি।
বাস্তবধর্মী সাহিত্য, সায়েন্স ফিকশন এবং ঐতিহাসিক কল্পকাহিনির মতো বিভিন্ন ধারায় উচ্চমানের সাহিত্যিক কাজের বিকাশ ঘটছে। বিশেষ করে সায়েন্স ফিকশন ধারাটি উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে — ২০২৪ সালে প্রকাশিত হয়েছে ১.৮ লাখ নতুন সায়েন্স ফিকশন সাহিত্য।
এই সৃজনশীল জোয়ারের নেতৃত্ব দিচ্ছে নতুন প্রজন্মের তরুণ লেখকরা। গত বছর অনলাইন প্ল্যাটফর্মে নিবন্ধিত লেখকের সংখ্যা ছিল প্রায় ২.৮ মিলিয়ন, যাদের মধ্যে ৩.৫ লাখ পেশাদার চুক্তিবদ্ধ লেখক। তাদের প্রায় ৪০ শতাংশই ‘জেন জেড’ প্রজন্মভুক্ত।
এই সাহিত্যজোয়ার অনুপ্রাণিত করেছে ছোটগল্প ও উপন্যাস নির্ভর ছোট-আকারের টিভি সিরিজ, অ্যানিমেশন এবং ভিডিও গেমসের বিপুল পরিমাণে নির্মাণকে।
বিশেষত শর্ট ফর্ম ড্রামা বা স্বল্পদৈর্ঘ্য নাট্যকর্মের জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়েছে। ২০২৪ সালে এ ধরনের কনটেন্ট দেখেছেন ৬৬২ মিলিয়ন ব্যবহারকারী এবং বাজার মূল্য দাঁড়িয়েছে ৫০.৪ বিলিয়ন ইউয়ান — যা প্রথমবারের মতো চীনের মোট বক্স অফিস আয়ের চেয়েও বেশি।
সেই বছর ১৬০০টিরও বেশি শর্ট ড্রামা সরকারি অনুমোদন পেয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৮১ শতাংশ বেশি।
এছাড়া, চীনের অনলাইন সাহিত্য আন্তর্জাতিকভাবেও প্রসার লাভ করেছে। ২০২৪ সালে বিশ্বের ২০০ মিলিয়নের বেশি সক্রিয় পাঠক এ সাহিত্যের সঙ্গে যুক্ত হন, যাদের মধ্যে প্রায় ৩০ মিলিয়ন নতুন পাঠক।
বিশ্বব্যাপী বাজারে এশিয়া এখনো সবচেয়ে বড় অংশীদার — বিশ্ব পাঠকের ৮০ শতাংশ এবং বাজারের অর্ধেকেরও বেশি এখানকার। তবে উত্তর আমেরিকাও এখন চীনা অনলাইন সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সম্প্রসারণ অঞ্চল হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে পাঠকসংখ্যা বেড়েই চলেছে।
চায়না রাইটার্স অ্যাসোসিয়েশনের অনলাইন লিটারেচার সেন্টারের প্রধান হে হং বলেন, “চীনা অনলাইন সাহিত্য তার সৃজনশীল কাঠামোর মধ্য দিয়ে বিশ্বজনীন গল্প বলার ধরনে নতুন মাত্রা যোগ করছে।”