বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

মনোফুল

রায়না নীলা

প্রকাশ: ২২:০৬, ২০ আগস্ট ২০২৫ | আপডেট: ২২:১৯, ২০ আগস্ট ২০২৫

মনোফুল



ডাহুক ডাকা এক জীবনে 
মৃত্তিকার বুক চিরে জেগে ওঠে 
বেপরোয়া দীর্ঘশ্বাস! 

স্বপ্নলোকের অভিলাষে...
নৈঃশব্দের স্পন্দনে পুড়ে ছাই
বেশুমার ভালবাসার কাবিন!

বড় ঈর্ষাকাতর এই বারোয়ারি হাটে 
বুকের পাজর ভেঙ্গে খুঁড়ে তোলা মনোফুলে-
আজ আর, নৈবেদ্য চলে না!

তবে জন্মান্ধ পোড়া দু’চোখের 
এক চোখেই কেন জল গড়ায়?

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: