বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

পর্ন তারকা যুগলকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৮:৪৯, ২১ অক্টোবর ২০২৫

পর্ন তারকা যুগলকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

রাজধানীর পল্টন থানায় দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হওয়া আলোচিত পর্ন তারকা যুগল আজিম ও বৃষ্টিকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার বিভাগের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান আদালতে হাজির হয়ে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের বক্তব্য শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে বান্দরবানের রোয়াংছড়ি বাসস্টেশন সংলগ্ন হাজী পাড়া এলাকার একটি ছয়তলা ভবনের ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করে সিআইডির একটি বিশেষ দল। অভিযানে সহযোগিতা করে বান্দরবান জেলা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে তারা ‘ফল ব্যবসা’র কথা বলে ওই এলাকায় ফ্ল্যাট ভাড়া নেন। শুরু থেকেই তারা নিজেদের পরিচয় গোপন রাখেন এবং খুব কমই বাইরে বের হতেন। স্থানীয়দের সঙ্গে তেমন যোগাযোগও ছিল না।

তদন্ত সূত্রে জানা গেছে, আজিম ও বৃষ্টি নিয়মিতভাবে পর্ন ভিডিও তৈরি করে তা আন্তর্জাতিক ওয়েবসাইটে আপলোড করতেন। ২০২৪ সালের মে মাসে তারা একটি টেলিগ্রাম চ্যানেল চালু করেন, যেখানে কয়েক হাজার সদস্য রয়েছে। ওই চ্যানেলে নতুন ভিডিওর লিংক, প্রচার বার্তা ও আয়ের স্ক্রিনশট শেয়ার করা হতো।

এছাড়া তারা একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপের মাধ্যমে অন্যদেরও পর্ন কনটেন্ট তৈরিতে উৎসাহিত করতেন বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন।

সিআইডির সাইবার শাখার এক কর্মকর্তা বলেন, ‘এটি কেবল একটি ব্যক্তিগত কনটেন্ট নির্মাণ নয়, এটি ছিল সংগঠিত অনলাইন পর্ন ব্যবসার অংশ। তারা দেশীয় তরুণ-তরুণীদের টার্গেট করে ভিডিও বানাতে প্রলুব্ধ করত।’

বাংলাদেশে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন