বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

টেক্সাসের 'ফোর্ট নক্স' : এলন মাস্কের বাড়ি নিয়ে প্রতিবেশীদের ক্ষোভ তুঙ্গে

সমাজকাল

প্রকাশ: ১২:০৬, ৬ মে ২০২৫

টেক্সাসের 'ফোর্ট নক্স' : এলন মাস্কের বাড়ি নিয়ে প্রতিবেশীদের ক্ষোভ তুঙ্গে

সমাজকাল ডেস্ক : বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্কের নাম শুনলেই অনেকে ভবিষ্যতের প্রযুক্তি, মহাকাশ বা বৈদ্যুতিক গাড়ির কথা ভাবেন। কিন্তু টেক্সাসের অস্টিন শহরের অভিজাত এলাকা ওয়েস্ট লেক হিলসের বাসিন্দাদের কাছে তিনি এখন এক বিরক্তিকর প্রতিবেশীর নাম। ২০২২ সালে এলন মাস্ক প্রায় ৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ওয়েস্ট লেক হিলস এলাকায় একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন। এরপর থেকেই সেই বাড়ি ঘিরে শুরু হয় বিতর্ক ও উত্তেজনা। স্থানীয় হোম ওনার্স অ্যাসোসিয়েশনের অভিযোগ, মাস্কের টিম কোনো অনুমোদন না নিয়েই নির্মাণ করেছে ১৬ ফুট উচ্চতার চেইন-লিংক বেড়া, মেটাল গেট এবং বাইরের দিকে তাক করা নজরদারি ক্যামেরা। এর ফলে এলাকায় যেন স্থায়ীভাবে একটি "নিরাপত্তা দুর্গ" গড়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা ও টেসলা মালিক পল হেমার বলেন, “আমি ওটাকে বলি ‘ফোর্ট নক্স’। নিরাপত্তাকর্মীরা সশস্ত্রভাবে চলাফেরা করে, তাদের গাড়িগুলোও রাস্তায় প্রায়শই বিশৃঙ্খলা তৈরি করছে।” হেমার নিজেই এলাকার হোম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কাজ করছেন এবং মাস্কের এই নির্মাণ কাজে অবৈধতা নিয়ে সরব ভূমিকা রাখছেন। প্রতিবেশীদের মধ্যে অনেকে আশঙ্কা করছেন, মাস্ক নিজে যখন এই বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করবেন, তখন পরিস্থিতি আরও জটিল হতে পারে। “মাস্ক এমন একজন ব্যক্তি, যিনি প্রথমে কিছু তৈরি করেন, পরে অনুমতির কথা ভাবেন—এটাই তার পুরনো অভ্যাস,” বলেন হেমার। এই উত্তেজনার কেন্দ্রে আরও এক নাটকীয় ঘটনার জন্ম হয়, যখন মাস্কের নিরাপত্তা টিম অভিযোগ করে যে, হেমার একদিন রাস্তায় নগ্ন হয়ে ঘোরাফেরা করছিলেন। এ অভিযোগে পুলিশ পর্যন্ত ডাকা হয়। যদিও হেমার তা অস্বীকার করে বলেন, তিনি নিজের সম্পত্তিতে ছিলেন এবং তখন শুধু অন্তর্বাস পরে ড্রোন উড়াচ্ছিলেন। তার দাবি, তিনি মাস্কের বাড়ির উপর দিয়ে ড্রোন উড়িয়ে নির্মাণ বিধি লঙ্ঘনের তথ্য প্রমাণ সংগ্রহ করছিলেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ওয়েস্ট লেক হিলস এমন এক এলাকা যেখানে নাগরিকেরা তাদের গোপনীয়তা, শান্তিপূর্ণ পরিবেশ এবং স্থানীয় আইন মেনে চলার ওপর গুরুত্ব দেন। এলন মাস্কের মতো একজন উচ্চ-প্রোফাইল ব্যক্তির আগমন, তার নিরাপত্তাব্যবস্থা এবং নির্মাণ আইন লঙ্ঘনের অভিযোগ অনেকের কাছে এই পরিবেশের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। অনুমতি ছাড়াই বেড়া ও নজরদারি ক্যামেরা বসানো, সশস্ত্র নিরাপত্তার বাড়াবাড়ি, এবং প্রতিবেশীদের বিরুদ্ধে পুলিশি অভিযোগ—সব মিলিয়ে এলন মাস্কের টেক্সাস বাড়ি এখন আর শুধু বসতবাড়ি নয়, বরং এক সামাজিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: