বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

এনভিডিয়া ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য অর্জন করলো

সমাজকাল

প্রকাশ: ১২:৩৬, ১০ জুলাই ২০২৫

এনভিডিয়া ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য অর্জন করলো

এনভিডিয়া ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য অর্জন করলো, এনভিডিয়া অ্যাপল ও মাইক্রোসফটকে পেছনে ফেলেছে, যারা এর আগে একমাত্র দুটি মার্কিন কোম্পানি ছিল যাদের বাজারমূল্য ছিল ৩ ট্রিলিয়ন ডলারের বেশি। সমাজকাল ডেস্ক : এনভিডিয়া এখন ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ছুঁয়েছে—বিশ্বের প্রথম পাবলিক কোম্পানি হিসেবে এই মাইলফলক অর্জন করেছে এবং ওয়াল স্ট্রিটের সবচেয়ে পছন্দের শেয়ারগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করেছে। বুধবার, শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দাম ২.৫ শতাংশ বেড়ে সর্বোচ্চ ১৬৪ ডলারে পৌঁছায়, যা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদার কারণে হয়েছে। সাম্প্রতিক বাজার পরিস্থিতি: বছরের শুরুতে বাজারে মন্দাভাব দেখা দিলেও সম্প্রতি এনভিডিয়ার শেয়ারদর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বছরের শুরুতে চীনা সংস্থা DeepSeek একটি সস্তা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল উন্মোচন করেছিল, যা প্রযুক্তিভিত্তিক কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আস্থায় কিছুটা ধাক্কা দিয়েছিল। ২০২৩ সালের জুনে এনভিডিয়া প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছায়। মাত্র এক বছরের মধ্যে সেটি তিনগুণ হয়ে ৪ ট্রিলিয়নে পৌঁছায়, যা অ্যাপল ও মাইক্রোসফটের থেকেও দ্রুত। বর্তমানে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম কোম্পানি মাইক্রোসফট, যার বাজারমূল্য ৩.৭৫ ট্রিলিয়ন ডলার। এর শেয়ার মূল্য এখন ১.৩ শতাংশ বেড়ে ৫০৩ ডলারে। এনভিডিয়া এপ্রিলের নিম্নমুখী পরিস্থিতি থেকে প্রায় ৭৪ শতাংশ পুনরুদ্ধার করেছে। ওই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে বিশ্ববাজারে চাঞ্চল্য দেখা দিয়েছিল। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী মনোভাবের কারণে শেয়ারবাজার চাঙা হয়েছে এবং S&P 500 সূচক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রভাব ও বিশ্লেষণ: S&P 500 সূচকে এনভিডিয়ার অর্জন এখন ৭.৩ শতাংশ—যা এই সূচকে সর্বোচ্চ। অন্যদিকে অ্যাপল ও মাইক্রোসফটের অংশ যথাক্রমে ৭ শতাংশ ও ৬ শতাংশ। LSEG-এর তথ্য অনুযায়ী, এনভিডিয়ার বাজারমূল্য এখন কানাডা ও মেক্সিকোর পুরো শেয়ারবাজারের সম্মিলিত মূল্যের চেয়েও বেশি এবং যুক্তরাজ্যের সব তালিকাভুক্ত কোম্পানির সম্মিলিত মূল্যের চেয়েও বেশি। এনভিডিয়ার শেয়ার বর্তমানে ১২ মাসের ফরওয়ার্ড প্রাইস-টু-আর্নিংস রেশিও ৩২-তে লেনদেন হচ্ছে, যা গত তিন বছরের গড় ৩৭-এর চেয়ে কম। আর্থিক প্রতিবেদন: এনভিডিয়া প্রথম প্রান্তিকে মোট ৪৪.১ বিলিয়ন ডলার আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৬৯ শতাংশ বেশি। এ সময় প্রতি শেয়ারে তাদের মুনাফা হয়েছে ৮১ সেন্ট। দ্বিতীয় প্রান্তিকের জন্য তারা ৪৫ বিলিয়ন ডলার আয়ের পূর্বাভাস দিয়েছে, প্লাস বা মাইনাস ২ শতাংশ। এই প্রান্তিকের ফলাফল তারা প্রকাশ করবে ২৭ আগস্ট। এ পর্যন্ত এনভিডিয়ার শেয়ারদর চলতি বছরে ২২ শতাংশেরও বেশি বেড়েছে, যেখানে Philadelphia SE Semiconductor Index প্রায় ১৫ শতাংশ বেড়েছে। এনভিডিয়ার এই অভাবনীয় উত্থান কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে ওয়াল স্ট্রিটের প্রবল আস্থার প্রতিফলন, এবং এই প্রযুক্তির মূল চালিকাশক্তি হিসেবে এনভিডিয়ার চিপগুলোর অবদানই তাদেরকে প্রযুক্তি জগতের শীর্ষে পৌঁছে দিয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: