বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

পোল্যান্ডে টেলিগ্রামে রুশ প্রোপাগান্ডা

সমাজকাল

প্রকাশ: ১৮:০১, ২৪ জুন ২০২৫

পোল্যান্ডে টেলিগ্রামে রুশ প্রোপাগান্ডা

পোল্যান্ডে টেলিগ্রামে রুশ প্রোপাগান্ডা। ঝুঁকিতে মানুষ,উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে ২২টি চ্যানেল কিভাবে বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে জনমত প্রভাবিত করছে।

সমাজকাল ডেস্ক

পোল্যান্ডে জনপ্রিয়তা না থাকলেও, টেলিগ্রাম হয়ে উঠেছে রুশপন্থী প্রচারণার এক নতুন কেন্দ্র। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের গ্লোবাল ডিসইনফরমেশন ইউনিটের এর অনুসন্ধানে উঠে এসেছে, এই অ্যাপে ২২টি পোলিশ ভাষার চ্যানেল সক্রিয়ভাবে রাশিয়ার পক্ষে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যার সম্মিলিত অনুসারী সংখ্যা ১.৫ লক্ষাধিক।

মিথ্যাচারের ভিডিও, ইউক্রেনীয় সেজে যুক্তরাষ্ট্রবিরোধী বার্তা

সম্প্রতি ‘Polska Grupa Informacyjna’ নামের একটি চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ইউক্রেনীয় সামরিক পোশাক পরে দুই ব্যক্তি আমেরিকার পতাকা ও ট্রাম্প, ভ্যান্স, ইলন মাস্কের প্রতিকৃতি পুড়িয়ে দিচ্ছে। ভিডিওটি ইউক্রেনীয় ভাষায় হলেও উচ্চারণে স্পষ্ট রুশ উচ্চারণ ছিল। মূলত এটি ছিল সাজানো নাটক।

চ্যানেলগুলো যা বলছে—‘নিরপেক্ষ সংবাদ’, বাস্তবে রুশ প্রচার

এই চ্যানেলগুলো নিজেদের নিরপেক্ষ ও তথ্যনির্ভর সংবাদপত্র বলে দাবি করলেও, অধিকাংশই রুশ রাষ্ট্রীয় মিডিয়া RT ও Sputnik-এর কনটেন্ট অনুবাদ করে প্রচার করে। তারা নিয়মিত রুশ সরকারের মুখপাত্র জাখারোভা, মেদভেদেভ, পুতিন এমনকি বিতর্কিত ‘Z-ব্লগার’দের কথাও তুলে ধরে।

বুচা হত্যাকাণ্ড অস্বীকার, ইউক্রেন সরকারকে ‘নাৎসি’ বলার অভিযোগ

‘UKR LEAKS_pl’ চ্যানেল এক পোস্টে বুচা গণহত্যাকে সাজানো বলেছে। একইভাবে ‘InfoDefensePOLAND’ ইউক্রেন সরকারকে ‘নাৎসি রেজিম’ দাবি করে তাকে পশ্চিমা শক্তির ক্রীড়নক বলেছে।

বিস্তারের কৌশল: টেলিগ্রাম → X → ফেসবুক

বিশ্লেষক আলেক্সি শিমকিয়েভিচ বলেন, "টেলিগ্রাম হলো প্রাথমিক বীজ বপনের জায়গা। এখান থেকে বার্তা ছড়িয়ে পড়ে এক্স (টুইটার) এবং ফেসবুকে।" তিনি জানান, এসব চ্যানেলের উদ্দেশ্য হলো ইউক্রেনের প্রতি পোল্যান্ডের সমর্থন দুর্বল করা, সমাজে বিভক্তি সৃষ্টি করা এবং শরণার্থীদের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তৈরি করা।

বার্তার ধরন: কখনও সরাসরি, কখনও সূক্ষ্ম

কিছু পোস্ট সরাসরি রাশিয়াপন্থী, আবার কিছু পোস্ট ইউরোপে প্রতিরক্ষা ব্যয়ের ফলে সাধারণ মানুষ দারিদ্র্যে পড়ছে এমন ধারণা দেয়। শরণার্থীদেরও আক্রমণাত্মক ও আইনভঙ্গকারী হিসেবে চিত্রিত করা হয়।

রুশ সময়সূচি অনুযায়ী পোস্ট, রাশিয়ার সংযোগ স্পষ্ট

চ্যানেলগুলোর পোস্টিং সময় বিশ্লেষণ করে দেখা গেছে, তা মস্কোর অফিস সময়ের সঙ্গে মিল রেখে চলছে। ‘UKR LEAKS’ চালান ভাসিলি প্রোজোরভ—ইউক্রেনের সাবেক গোয়েন্দা কর্মকর্তা যিনি এখন রাশিয়ার পক্ষে কাজ করছেন। ‘InfoDefensePOLAND’ পরিচালিত হয় বিতর্কিত রুশপন্থী ব্লগার ইউরি পোদোলিয়াকার নেতৃত্বে, যিনি ইউক্রেনে দোষী সাব্যস্ত।

নতুন পদক্ষেপ: BBC News Polska

এই পরিস্থিতিতে বিবিসি চালু করছে BBC News Polska—একটি নতুন পোলিশ ভাষার সংবাদসেবা, যা নিরপেক্ষতা ও সঠিকতার মানদণ্ড বজায় রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সহযোগিতায় অনুবাদিত কনটেন্ট প্রকাশ করবে।

টেলিগ্রাম চ্যানেলগুলোর মাধ্যমে প্রোপাগান্ডার বিস্তার শুধু অনলাইন পরিসরেই নয়, পোল্যান্ডের বাস্তব জনমত এবং পলিসিতেও প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পোল্যান্ড ও ইউক্রেনের মধ্যে ঐক্য নষ্ট করার লক্ষ্যেই এ ধরনের কৌশল অবলম্বন করছে রুশপন্থী গোষ্ঠী।

সংক্ষেপে বলা যায়:

টেলিগ্রামে ২২টি পোলিশ ভাষার চ্যানেল রুশপন্থী প্রোপাগান্ডা ছড়াচ্ছে

চ্যানেলগুলোতে ইউক্রেনবিরোধী ও বিভ্রান্তিকর ভিডিও প্রচার

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম RT ও Sputnik-এর তথ্য ঘন ঘন উদ্ধৃত

পোলিশ-ইউক্রেনীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য স্পষ্ট

নতুন ভাষা সেবা চালু করছে বিবিসি—BBC News Polsk

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: