কমছে ইন্টারনেট ও মোবাইল সেবার খরচ
সমাজকাল
প্রকাশ: ১৭:৪১, ২ জুন ২০২৫

কমছে ইন্টারনেট ও মোবাইল সেবার খরচ, ২০২৫-২৬ বাজেটে ইন্টারনেট ও মোবাইল সেবার ওপর কর হ্রাসের প্রস্তাব। ইন্টারনেটের উৎসে কর ১০ থেকে ৫ শতাংশ, মোবাইল টার্নওভার কর ২ থেকে ১.৫ শতাংশ। খরচ কমবে, বাড়বে বিনিয়োগ।
নিজস্ব প্রতিবেদক :
ডিজিটাল সংযোগ সহজতর করতে প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ইন্টারনেট ও মোবাইল সেবার ওপর কর হ্রাসের ঘোষণা দিয়েছে সরকার। এতে সাধারণ গ্রাহকের খরচ কমবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (২ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, ইন্টারনেট সেবার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ওপর করের চাপ অর্ধেকে নেমে আসবে। এতে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর খরচ কমবে এবং তার সুফল সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছাতে পারে।
একই সঙ্গে মোবাইল অপারেটরদের ক্ষেত্রে টার্নওভার করও কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। এ খাতে বর্তমানে ২ শতাংশ হারে টার্নওভার কর আদায় করা হলেও প্রস্তাবিত বাজেটে তা কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ করার কথা বলা হয়েছে।
অর্থ উপদেষ্টার মতে, এই পদক্ষেপগুলো ডিজিটাল খাতে বিনিয়োগ বাড়াবে এবং মোবাইল ও ইন্টারনেট সেবা আরও সাশ্রয়ী করে তুলবে। ফলে সাধারণ মানুষের ডিজিটাল সেবায় প্রবেশাধিকার বাড়বে এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে।
সরকারের লক্ষ্য—দেশের প্রতিটি নাগরিকের কাছে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট এবং মানসম্মত মোবাইল সেবা পৌঁছে দেওয়া। এজন্য টেলিযোগাযোগ খাতকে বিনিয়োগবান্ধব করতে কর কাঠামো সহজ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
ইন্টারনেট সেবার উৎসে কর: ১০% → ৫%
মোবাইল অপারেটরদের টার্নওভার কর: ২% → ১.৫%
উদ্দেশ্য: সেবা সহজলভ্য ও সাশ্রয়ী করা, বিনিয়োগ বাড়ানো