জুলাই সনদ বাস্তবায়ন ও খুনি হাসিনার ফাঁসির দাবিতে উত্তাল শহর
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২০:২৬, ১২ নভেম্বর ২০২৫
জুলাই সনদ বাস্তবায়ন ও খুনি হাসিনার ফাঁসির দাবিতে উত্তাল চট্টগ্রাম শহর। ছবি: সমাজকাল
জুলাই সনদ বাস্তবায়ন ও ‘খুনি হাসিনার ফাঁসির’ দাবিতে লাঠি মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই ঐক্য চট্টগ্রাম। মঙ্গলবার বিকেলে নগরীর বহদ্দারহাট মোড় থেকে শুরু হওয়া এই মিছিল ২নং গেইটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
কর্মসূচিতে জুলাই ওয়ারিয়র্স, পুনাব চট্টগ্রাম জোন, আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুসাব ও এন্টি রেইপ ইউনিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের তরুণ প্রজন্ম এখন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে নেমেছে। বক্তারা সতর্ক করে বলেন, “জুলাই সনদ বানচালের কোনো অপচেষ্টা বা পতিত খুনি হাসিনার দোসরদের দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হলে চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থী ও জুলাই ঐক্য ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।”
জুলাই ঐক্য চট্টগ্রামের অন্যতম সংগঠক আবরার হাসান রিয়াদ বলেন, “আমরা দেখেছি পতিত স্বৈরাচার খুনি হাসিনার দোসররা ভারতে বসে ষড়যন্ত্রের নীলনকশা করছে। জুলাই বিপ্লবে আমরা এই লাঠি দিয়েই মুরাদপুর ও ২নং গেইটে সন্ত্রাসীদের প্রতিহত করেছি। আবারও যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়, সাধারণ ছাত্র-জনতা বসে থাকবে না।”
তিনি আরও বলেন, “ইন্টেরিম গভর্নমেন্ট জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করছে। আমরা কোনো রাজনৈতিক দলের দিকে তাকিয়ে নেই—অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছি।”
সমাবেশে বক্তারা ‘খুনি হাসিনার ফাঁসির’ দাবি পুনর্ব্যক্ত করেন এবং ঘোষণা দেন, জুলাই ঐক্য চট্টগ্রাম যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে অবস্থান করবে।
