বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট : মিরাজের পাঁচ উইকেটের পরও চতুর্থ দিনেই হারলো বাংলাদেশ

সমাজকাল

প্রকাশ: ১৭:৫৪, ২৩ এপ্রিল ২০২৫

বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট : মিরাজের পাঁচ উইকেটের পরও চতুর্থ দিনেই হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট : মিরাজের পাঁচ উইকেটের পরও চতুর্থ দিনেই হারলো বাংলাদেশ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে চতুর্থ দিনেই লজ্জাজনক পরাজয়ের মুখে পড়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ের পরও জিম্বাবুয়ের কাছে ৮ উইকেটে হেরে গেছে স্বাগতিক দল। বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতা এবং দ্বিতীয় ইনিংসে মধ্যভাগে ধস নেমে গেলে চাপ সামলাতে পারেননি ব্যাটাররা। জিম্বাবুয়ে ম্যাচটি শেষ করে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই। প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১৬৮ রান করে অলআউট হয়। জবাবে জিম্বাবুয়ে তুলে নেয় ৩১২ রান, যেখানে তাদের মিডল অর্ডারের দৃঢ়তা ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়লেও স্কোর দাঁড়ায় ২৩৭-তে। জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯৪ রান, যা তারা ২ উইকেট হারিয়ে সহজেই অর্জন করে। ম্যাচে বাংলাদেশের একমাত্র উজ্জ্বল দিক ছিলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ, যিনি প্রথম ইনিংসে ৫ উইকেট নেন। তবে তার এই পারফরম্যান্সও ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারেনি। এই পরাজয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে। পরবর্তী টেস্টে ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: