বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

ইতিহাস গড়া রবিবারের অপেক্ষায়

সমাজকাল

প্রকাশ: ১৬:৩০, ১৪ জুলাই ২০২৪

ইতিহাস গড়া রবিবারের অপেক্ষায়

     

খেলা ডেস্ক :

ইতিহাস গড়া রবিবারের অপেক্ষায় বিশ্ব। রবিবারবাংলাদেশে রবিবারটা সপ্তাহের প্রথম কর্মদিবস হলেও ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বেশিরভাগ দেশেই সাপ্তাহিক ছুটি। তাই তো বড় কোনো আসরের ফাইনাল ম্যাচটা রাখা হয় রবিবারে। এতে করে বাংলাদেশের দর্শকদের খানিকটা অসুবিধাতেই পড়তে হয়। দুদিন সাপ্তাহিক বন্ধ কাটিয়ে রবিবার অফিসে এসেই যদি কেউ সোমবার নৈমিত্তিক ছুটির আবেদন করেন তাহলে মানব সম্পদ বিভাগের লোকেদের ভ্রু কুঁচকাবে, ঊর্ধ্বতন কর্মকর্তা অনেক ব্যাখ্যা চাইবেন। কিন্তু অনেকের জন্য যে উপায় নেই! রবিবারের টানা ক্রীড়াযজ্ঞের ধকল সামলাতে সোমবারটা বিশ্রাম নিতেই হবে!

উইম্বলডনের ফাইনাল

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অল ইংল্যান্ড টেনিস ক্লাবে শুরু হবে বিশ্বের প্রাচীনতম টেনিস প্রতিযোগিতা উইম্বলডনের ফাইনাল। মুখোমুখি হবেন ২৪টা গ্র্যান্ড সø্যাম জয়ের রেকর্ড গড়া নোভাক জকোভিচ আর ২০২৩ সালের শিরোপাজয়ী বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। ফেদেরার-নাদাল যুগের পর জকোভিচের সঙ্গে তরুণ এই স্প্যানিয়ার্ডের দ্বৈরথই জমছে দারুণ। দুজন এখন পর্যন্ত মুখোমুখি হয়েছেন পাঁচবার, ফল ৩-২। জকোভিচ জয়ের সংখ্যায় এগিয়ে, তবে সবশেষ উইম্বলডন ফাইনালে সার্বিয়ানকে হারিয়েই প্রথমবার মর্যাদার এই শিরোপা জিতেছেন আলকারাজ। পুরুষ এককের দ্বৈরথ বেশিরভাগ সময়েই বেশ দীর্ঘ হয়, তবে উইম্বলডনের শিরোপা কার হাতে উঠল সেটা জানতে জানতেই ওদিকে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে বেজে উঠবে ইউরো ফাইনাল কিক অফের বাঁশি। একদিকে শৈল্পিক স্পেন, অন্যদিকে প্রথাগত ইংল্যান্ড। একদিকে লামিলে ইয়ামালের জাদুকরি দেখার প্রত্যাশা, অন্যদিকে গ্যারেথ সাউথগেটের কৌশলবাজি। ইউরোর গত আসরের ফাইনালটা ইতালির কাছে টাইব্রেকারে হেরেছিল ইংল্যান্ড। এবারে নেদারল্যান্ডসকে তারা সেমিফাইনাল থেকে বিদায় করেছে অলি ওয়াটকিনসের শেষ মুহূর্তের অসাধারণ এক গোলে। গত আসরে ‘কামিং হোম’ থেকে ‘গোয়িং রোম’ হয়ে যাওয়া শিরোপাটা কি এবার ইংল্যান্ড ঘরে তুলতে পারবে, নাকি ২০১২-এর ১২ বছর পর আবার স্পেন জিতবে ইউরো, সেই প্রশ্নের উত্তর জানতে জানতে ভোর হয়ে যাবে।  

ভোরের বাতাসে কোপা

ভোরের বাতাসে একটু শ্বাস নিয়ে এক কাপ চা খেয়ে ঘুম তাড়াতে তাড়াতেই শুরু হয়ে যাবে কোপা আমেরিকায় আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল। হার্ড রক স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে শাকিরার নাচগানও আছে। এরপর আর্জেন্টিনার কোপা-বিশ্বকাপ-কোপা হবে নাকি ২৩ বছর পর কলম্বিয়া জিতবে কোপা আমেরিকা, সেটা জেনে যাবেন সকাল ৯টার মধ্যেই। যেহেতু কোপা আমেরিকায় নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকলে সরাসরি টাইব্রেকার, অতিরিক্ত সময় নেই, তাই বাড়তি ৩০ মিনিটের অপেক্ষাটা থাকছে না। কাপ মেসির হাতে উঠল না হামেসের হাতে, বিদায় বেলায় আনহেল দি মারিয়া কী বললেন এসব শুনতে চাইলে আরও কিছুক্ষণ টিভি সেটের সামনে থাকতে হবে, না হলে সকালের ক্লাস/অফিসের জন্য দৌড় দিতেই হবে। রাত জেগে এমন ম্যারাথন ক্রীড়াযজ্ঞের আনন্দ উপভোগের পর ক্লাসে বা অফিসে ঝিমুনি আসাটাই স্বাভাবিক। প্রিয় দল বা খেলোয়াড় ফাইনালে হেরে গেলে মন খারাপ হওয়াটাও স্বাভাবিক। সব কিছুর সমাধান হতে পারে ঘুম। কিন্তু প্রশ্ন হচ্ছে, কতজনকে অফিস ছুটি দেবে সোমবারে! তাই নিশ্চিত থাকুন, সোমবার বেশ কিছু নির্ঘুম বিমর্ষ চেহারার সঙ্গে দেখা হচ্ছে যারা রাতভর ক্রীড়াযজ্ঞের দর্শক হয়ে ক্লান্ত, পরাজিত দলের সমর্থক। আর নির্ঘুম লাল চোখ কিন্তু মুখে হাসি মানেই শিরোপা জয়ের আনন্দ।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: