২ অধিনায়ক লিওনেল মেসি ও রদ্রিগেজ
প্রকাশ: ১৫:৫৭, ১৪ জুলাই ২০২৪
ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা ও কলম্বিয়ার দুই অধিনায়ক লিওনেল মেসি ও রদ্রিগেজের সামনে বড় চ্যালেঞ্জ। স্মৃতির পাতা থেকে একটু ঘুরে আসা যাক ২০১৪ বিশ্বকাপে। সেবার আর্জেন্টিনা খেলেছিল ফাইনাল। দল রানার্সআপ হলেও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছিল লিওনেল মেসির হাতে। ওই একই আসরে কলম্বিয়া বাদ পড়েছিল কোয়ার্টার ফাইনালে। কিন্তু ৬ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন হামেশ রদ্রিগেজ।
আগের সেই প্রসঙ্গ টেনে আনার কারণ, সোমবার সকালে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। আর্জেন্টিনার অধিনায়ক মেসি তো কলম্বিয়ার রদ্রিগেজ।
মেসির অধিনায়কত্বে এর আগে ২০২১ কোপা ও ২০২২ বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। আর রদ্রিগেজের সামনে ২০০১ সালের পর আবারও কলম্বিয়াকে কোপার শিরোপা জেতানোর সুযোগ। রদ্রিগেজ ২০১৪ বিশ্বকাপের পর যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। ছিলেন ২০২০ পর্যন্ত। মাঝে দুই বছর ধারে বায়ার্নে খেলেন। মেসির বিপক্ষে জাতীয় দল ছাড়াও লা লিগা ও স্পেনের ঘরোয়া টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে রদ্রিগেজের। মেসি ক্যারিয়ারের শুরু থেকে ২০২১ পর্যন্ত ছিলেন বার্সেলোনায়।
রদ্রিগেজ মেসি ৩৩, মেসি ৩৭
জাতীয় দলের হয়ে এর আগে দুবার মুখোমুখি হয়েছেন মেসি ও রদ্রিগেজ। ২০১৫ কোপার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনা হারিয়েছিল কলম্বিয়াকে। সেই ম্যাচে মেসি ও রদ্রিগেজ দুজনই নিজ নিজ শট জালে পাঠিয়েছিলেন। এরপর ২০১৯ কোপার গ্রুপ পর্বে কলম্বিয়া ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। সেই ম্যাচে একটি অ্যাসিস্ট করেছিলেন রদ্রিগেজ। জাতীয় দল ও ক্লাব পর্যায়ে মেসি ও রদ্রিগেজ ৮ বার মুখোমুখি হয়েছেন। চারটিতে জিতেছে মেসির দল। দুটিতে জয় পায় রদ্রিগেজের দল (এখানে টাইব্রেকের জয় ধরা হয়নি)।
রদ্রিগেজের বয়স ৩৩। মেসির ৩৭। বয়সের হিসেবে এটি মেসির শেষ কোপা আমেরিকা ধরে নেওয়া যায়। রদ্রিগেজ আরও এক আসর খেলবেন কি না তা সময়ই বলে দেবে। তবে এবার দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রদ্রিগেজ। এবার কোপায় ১ গোল করলেও অ্যাসিস্ট করেছেন ৬টি। বোঝাই যাচ্ছে বর্তমানে দলে প্লে-মেকারের ভূমিকা পালন করছেন অ্যাটাকিং এই মিডফিল্ডার। উইংয়ে খেলা মেসি করেছেন ১টি করে গোল ও অ্যাসিস্ট। এবার মেসি ১৫টি গুরুত্বপূর্ণ পাস দিয়েছেন, আর রদ্রিগেজ গুরুত্বপূর্ণ পাস দিয়েছেন ১৭টি। আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচে তাই লড়াইটা দুই অধিনায়কেরও বটে।
২০১৬ সালের ডিসেম্বরে এল ক্লাসিকোতে রিয়াল-বার্সেলোনা ম্যাচের পর বেশ কিছু সংবাদমাধ্যমে খবর হয়েছিল, মেসি নাকি রদ্রিগেজকে বলেছিলেন রিয়াল ছাড়তে। যেন নিজের প্রতিভা আরও ভালোভাবে দেখাতে পারেন বিশ্বকে। রদ্রিগেজ পরে (২০১৭-১৯) দুই বছর ধারে খেলেন বায়ার্ন মিউনিখে। তবে নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারেননি। বর্তমানে ইউরোপ ছেড়ে ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে খেলেন হামেশ রদ্রিগেজ। ইউরোপ ছেড়ে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা এই কলম্বিয়ান এবারের কোপাতে দারুণ খেলছেন। আর রদ্রিগেজ হয়ে উঠেছেন আর্জেন্টিনার জন্য বড় হুমকি। শেষ হাসি হাসবেন কেÑ লিওনেল মেসি না হামেশ রদ্রিগেজ তা জানতে অপেক্ষা সোমবার সকাল পর্যন্ত।