বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

ক্লাব বিশ্বকাপের মুকুট চেলসির

সমাজকাল

প্রকাশ: ১২:৪৫, ১৪ জুলাই ২০২৫

ক্লাব বিশ্বকাপের মুকুট চেলসির

ক্লাব বিশ্বকাপের মুকুট চেলসির। নিউ জার্সিতে ৮২ হাজার দর্শকের সামনে কোল পালমারের জোড়া গোল—পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় শিরোপা চেলসির, ট্রাম্পের হাত থেকে উঠলো ট্রফি।

স্পোর্টস ডেস্ক

পুরো মৌসুমজুড়েই দুর্দান্ত ফর্মে ছিল ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তারা এ মৌসুমে জিতেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ চারটি শিরোপা, আর সেই ফর্ম নিয়েই উঠেছিল ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে। কিন্তু ফাইনালে এসে থেমে গেল সব জয়রথ। আলোচনার বাইরে থাকা ইংলিশ ক্লাব চেলসি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮২ হাজার দর্শকের সামনে চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজিকে উড়িয়ে দিল ৩-০ গোলে।

 চমকপ্রদ পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালের নায়ক হয়ে ওঠেন কোল পালমার। তিনি করলেন দুটি গোল ও একটি অ্যাসিস্ট। অপর গোলটি করেন জোয়াও পেদ্রো। ম্যাচের সবগুলো গোলই হয় প্রথমার্ধে, যা কার্যত পিএসজিকে ছিটকে দেয় ফাইনাল থেকে।

এই জয়ে চেলসি নিজেদের মৌসুমের দ্বিতীয় শিরোপা ঘরে তুলল। এর আগে তারা জিতেছিল উয়েফা কনফারেন্স লিগ, যেখানে ফাইনালে রিয়াল বেতিসকে হারায় ৪-১ গোলে।

ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তসমূহ:

৮ মিনিটেই সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট ছিলেন পালমার।

১৬ মিনিটে পিএসজি সুযোগ পেলেও ব্যর্থ।

২২ মিনিটে বাঁ পায়ের নিচু শটে পালমার গোল করেন: ১-০

৩০ মিনিটে পালমারের দ্বিতীয় গোল: নিজের অর্ধ থেকে উঠে নিচু শটে নিখুঁত ফিনিশ

৪৪ মিনিটে জোয়াও পেদ্রো’র গোল, পালমারের অ্যাসিস্ট: ৩-০

দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি কোনো দল। বরং ম্যাচের শেষ দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চেলসির মার্ক কুকুরেইয়ার-এর চুল ধরে টান দেওয়ায় পিএসজির জোয়াও নেভেস সরাসরি লাল কার্ড দেখেন। এতে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি।

ট্রফি তুলে দিলেন ট্রাম্প ও ইনফান্তিনো:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একসঙ্গে উপস্থিত ছিলেন ফাইনালে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা চ্যাম্পিয়ন চেলসির অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: