বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

টানা পাঁচ ম্যাচে জোড়া গোল,  ইতিহাস গড়লেন মেসি

সমাজকাল

প্রকাশ: ১২:১৪, ১৩ জুলাই ২০২৫

টানা পাঁচ ম্যাচে জোড়া গোল,  ইতিহাস গড়লেন মেসি

টানা পাঁচ ম্যাচে জোড়া গোল,  ইতিহাস গড়লেন মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিলের বিপক্ষে ২-১ গোলের জয়ে জোড়া গোল করে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করার রেকর্ড গড়লেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

আবারও ইতিহাস গড়লেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। শনিবার সকালে (বাংলাদেশ সময়) মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিলের বিপক্ষে ২-১ গোলের জয়ে জোড়া গোল করেন তিনি। এ নিয়ে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করার রেকর্ড গড়লেন ৩৮ বছর বয়সী এই বিশ্বকাপজয়ী তারকা। এমএলএসে টানা চার ম্যাচে একাধিক গোলের নজির আগে আর কোনো খেলোয়াড় রাখতে পারেননি।

মন্ট্রিয়লের বিপক্ষে মে মাসে শুরু হওয়া এই গোলযাত্রায় মেসির শিকার হয়েছেন একে একে—কলম্বাস ক্রু, নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন, আবারও মন্ট্রিয়ল এবং সর্বশেষ ন্যাশভিল।

শনিবারের ম্যাচে ১৭তম মিনিটেই ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এটি ছিল তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি-কিক গোল। দ্বিতীয়ার্ধে ন্যাশভিলের হ্যারি মুখটার হেডে সমতায় ফিরে এলেও, ৬২তম মিনিটে গোলরক্ষকের ভুলে বল পেয়ে অনায়াসে দ্বিতীয় গোলটি করেন মেসি।

ম্যাচটিতে পুরোপুরি আধিপত্য দেখায় মায়ামি। তাদের ৯টি শটের ৫টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ন্যাশভিল ৮টি শট নিয়ে মাত্র ২টিকে লক্ষ্যে রাখতে সক্ষম হয়। এই জয়ে থেমে গেল ন্যাশভিলের সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫ ম্যাচের অপরাজেয় পথচলা।

এই মুহূর্তে এমএলএসে ১৬ ম্যাচে ১৬ গোল করে মেসি যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা। তার পাশে রয়েছেন ন্যাশভিলের স্যাম সারিজ। গোল ছাড়াও মেসির ঝুলিতে রয়েছে ৭টি অ্যাসিস্ট।

১৯ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামি রয়েছে পঞ্চম স্থানে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে মাত্র ৫ পয়েন্ট পিছিয়ে থাকলেও, মেসির দল খেলেছে তিনটি ম্যাচ কম।

মূল তথ্য:

মেসির টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের নতুন এমএলএস রেকর্ড

ক্যারিয়ারের ৬৯তম ফ্রি-কিক গোল

১৬ গোল নিয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা

ইন্টার মায়ামি এখন ইস্টার্ন কনফারেন্সে ৫ নম্বরে

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: