বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

টি-টোয়েন্টি দলে ফিরলেন নাঈম-সাইফউদ্দিন, বাদ শান্ত

সমাজকাল

প্রকাশ: ২১:৪৫, ৪ জুলাই ২০২৫

টি-টোয়েন্টি দলে ফিরলেন নাঈম-সাইফউদ্দিন, বাদ শান্ত

টি-টোয়েন্টি দলে ফিরলেন নাঈম-সাইফউদ্দিন, বাদ শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। দলে দুই পুরনো মুখ মোহাম্মদ নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিন ফিরলেও বাদ পড়েছেন নিয়মিত মুখ নাজমুল হোসেন শান্ত।

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন দুই পুরনো মুখ মোহাম্মদ নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিন। তবে বাদ পড়েছেন সাম্প্রতিক সময়ে জাতীয় দলের নিয়মিত মুখ নাজমুল হোসেন শান্ত।

বাঁহাতি ওপেনার নাঈম শেখ শেষবার টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে। বর্তমানে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও রয়েছেন। অপরদিকে, অলরাউন্ডার সাইফউদ্দিনের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল ২০২৩ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে।

নতুন স্কোয়াডে তরুণ-অভিজ্ঞ মিশ্রণ রয়েছে। নেতৃত্বে থাকছেন লিটন দাস। ব্যাটিং বিভাগে আছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় ও জাকের আলী। অলরাউন্ডার হিসেবে আছেন শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ এবং সাইফউদ্দিন। স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন, মেহেদী হাসান ও নাসুম আহমেদ। পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: