বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

সৌদি লিগ এখন শীর্ষ ৫ ফুটবল লিগের একটি: রোনালদো

সমাজকাল

প্রকাশ: ১৪:৫৭, ২৯ জুন ২০২৫

সৌদি লিগ এখন শীর্ষ ৫ ফুটবল লিগের একটি: রোনালদো

সৌদি লিগ এখন শীর্ষ ৫ ফুটবল লিগের একটি: রোনালদো। আল নাস্‌রের সঙ্গে চুক্তি নবায়নের পর সৌদি লিগকে বিশ্বের শীর্ষ ৫-এ অভিহিত করলেন রোনালদো। জানালেন ২০৩৪ বিশ্বকাপে সৌদি আরবের ওপর আস্থা।

স্পোর্টস ডেস্ক

দুই বছর আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, এবার সেই কথা বাস্তব হয়েছে বলে মনে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগকে তিনি এখন বিশ্বের শীর্ষ ৫ ফুটবল লিগের একটি বলে মনে করছেন।

আল নাস্‌রের সঙ্গে নতুন করে আরও দুই বছরের চুক্তি নবায়ন করেছেন এই পর্তুগিজ মহাতারকা। এরপর ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওবার্তায় রোনালদো বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, সৌদি প্রো লিগ এখন বিশ্বের শীর্ষ ৫ লিগের একটি। আমরা এখনো উন্নতির পথে আছি, তবে গত দুই বছরে লিগ যে উচ্চতায় পৌঁছেছে, তা নিঃসন্দেহে অসাধারণ।’

রোনালদোর মতে, যারা এই লিগে কখনো খেলেননি বা ফুটবলের প্রকৃত মান বোঝেন না, তারাই কেবল সৌদি লিগকে খাটো করে দেখেন। তিনি বলেন, ‘এই লিগে যারা খেলেছে, তারাই জানে এখানে কতটা প্রতিযোগিতা ও উন্নতির সম্ভাবনা রয়েছে।’

আল নাস্‌রের হয়ে মাত্র ১১১ ম্যাচে ৯৯ গোল করা সত্ত্বেও এখনো কোনো শিরোপা না পাওয়ার হতাশা নেই রোনালদোর কণ্ঠে। বরং ভবিষ্যৎ জয়ের লক্ষ্যেই তার চুক্তি নবায়ন। ‘আমি এখনো বিশ্বাস করি, আল নাস্‌রের হয়ে আমরা বড় কিছু জিততে পারব। সেই লক্ষ্যেই আমি এখানে থাকছি।’

২০২৩ সালে সৌদি আরব ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সেই প্রক্রিয়াতেও রোনালদো আস্থা রাখছেন। ‘এই প্রকল্পে আমার বিশ্বাস আছে। ২০৩৪ সালের বিশ্বকাপ সৌদি আরবে হলে তা ইতিহাসের অন্যতম সেরা আসর হবে।’

চুক্তি নবায়নের আগে অন্যান্য ক্লাবের প্রস্তাব পেলেও সাড়া দেননি তিনি। ক্লাব বিশ্বকাপে অংশ না নিয়ে বিশ্রামকেই গুরুত্ব দিয়েছেন, ভবিষ্যতের মৌসুম ও আন্তর্জাতিক ফুটবলের জন্য নিজেকে প্রস্তুত রাখতে। ‘আমার লক্ষ্য শুধু ক্লাব নয়, জাতীয় দলের জন্যও সম্পূর্ণভাবে প্রস্তুত থাকা।’

শেষ অধ্যায়ে এসেও রোনালদোর লক্ষ্য স্পষ্ট—সৌদি ফুটবলে নিজের নামের সম্মান ধরে রাখা এবং এই লিগকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: