বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

বিশ্ব হেপাটাইটিস দিবস : প্রতিরোধই হতে পারে রক্ষাকবচ

সমাজকাল

প্রকাশ: ০২:৪৩, ২৮ জুলাই ২০২৫

বিশ্ব হেপাটাইটিস দিবস : প্রতিরোধই হতে পারে রক্ষাকবচ

সমাজকাল প্রতিবেদক আজ ২৮ জুলাই, বিশ্ব হেপাটাইটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে সচেতনতামূলক নানা আয়োজনের মধ্য দিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ঘোষিত আটটি আন্তর্জাতিক স্বাস্থ্য সচেতনতামূলক দিবসের অন্যতম হলো এই হেপাটাইটিস দিবস। এ বছরের প্রতিপাদ্য— “Hepatitis can’t wait”, অর্থাৎ প্রতিরোধ, পরীক্ষা ও চিকিৎসা এখনই জরুরি। হেপাটাইটিস কী? হেপাটাইটিস মানে লিভারের প্রদাহ। এটি পাঁচটি প্রধান ধরনের ভাইরাসের কারণে হতে পারে— হেপাটাইটিস A, B, C, D এবং E। এর মধ্যে B এবং C টাইপ সবচেয়ে বেশি প্রাণঘাতী, কারণ এটি দীর্ঘমেয়াদে লিভার সিরোসিস বা ক্যানসারের কারণ হতে পারে। প্রতিবছর প্রায় ১.৪ মিলিয়ন মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত হয়ে মারা যান। বিশেষজ্ঞরা বলছেন, এই মৃত্যু পুরোপুরি প্রতিরোধযোগ্য— যদি সময়মতো টিকা, পরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা নেওয়া যায়। ইতিহাস ও প্রেক্ষাপট ২০০৮ সালে ‘বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স’-এর উদ্যোগে দিনটি প্রথম পালিত হয়। পরে, ২০১১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২৮ জুলাইকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে স্বীকৃতি দেয়। দিনটি বেছে নেওয়া হয়েছে নোবেল বিজয়ী মার্কিন বিজ্ঞানী বারুচ স্যামুয়েল ব্লুমবার্গ-এর জন্মদিন হিসেবে, যিনি হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার এবং টিকা উদ্ভাবনের জন্য খ্যাত। বাংলাদেশের বাস্তবতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বাংলাদেশে বর্তমানে প্রায় এক কোটিরও বেশি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। দুর্ভাগ্যজনকভাবে, আক্রান্তদের ৯০ শতাংশই জানেন না যে তারা ভাইরাস বহন করছেন। লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির এক গবেষণা বলছে, জন্ডিস নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৭৬ শতাংশই হেপাটাইটিস ভাইরাসে সংক্রমিত। অপরদিকে, বেসরকারি পরিসংখ্যান বলছে, শুধুমাত্র হেপাটাইটিসজনিত কারণে বাংলাদেশে প্রতিবছর ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটে। কী করণীয়? বিশেষজ্ঞদের মতে, সচেতনতা এবং টিকা গ্রহণই পারে এই ভাইরাসের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলতে। হেপাটাইটিস বি প্রতিরোধে ৩ ডোজের টিকাই যথেষ্ট। রক্ত পরীক্ষার মাধ্যমে দ্রুত শনাক্তকরণ রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ। শিশুদের জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই টিকা নিশ্চিত করতে হবে। উপসংহার বিশ্ব হেপাটাইটিস দিবসের মূল বার্তা একটাই— “অবহেলা নয়, এখনই সময় সতর্ক হওয়ার।” এটি শুধুই একটি স্বাস্থ্য দিবস নয়, বরং একটি সামাজিক দায়িত্ব। প্রতিটি পরিবার, প্রতিটি কমিউনিটি এবং রাষ্ট্রীয় নীতিমালার কেন্দ্রে রাখতে হবে ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধকে। কারণ প্রতিরোধযোগ্য এই ভাইরাসে মৃত্যু যেন আর কেউ না হয়।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: