প্রথমবার শিশুদের জন্য অনুমোদিত হলো ম্যালেরিয়ার ওষুধ
সমাজকাল
প্রকাশ: ১৮:৫৮, ৮ জুলাই ২০২৫

প্রথমবার শিশুদের জন্য অনুমোদিত হলো ম্যালেরিয়ার ওষুধ, দেশে ম্যালেরিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসায় ঐতিহাসিক অগ্রগতি এসেছে। নবজাতক থেকে কম ওজনের শিশুদের জন্য প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্রমাণিত একটি ওষুধের অনুমোদন পাওয়া গেছে।
সমাজকাল ডেস্ক
ম্যালেরিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসায় অবশেষে এসেছে ঐতিহাসিক অগ্রগতি। প্রথমবারের মতো একেবারে নবজাতক থেকে শুরু করে কম ওজনের শিশুদের জন্য ক্লিনিক্যালি প্রমাণিত একটি ওষুধের অনুমোদন মিলেছে।
বিশ্বজুড়ে ম্যালেরিয়া একটি প্রাণঘাতী রোগ হিসেবে পরিচিত, বিশেষ করে আফ্রিকান অঞ্চলগুলোতে যেখানে শিশু মৃত্যুর অন্যতম কারণ এটি। ২০২৩ সালে এই রোগে প্রাণ হারিয়েছেন প্রায় ৫ লাখ ৯৭ হাজার মানুষ, যার মধ্যে তিন-চতুর্থাংশই ছিল পাঁচ বছরের কম বয়সী শিশু। এতদিন পর্যন্ত ছোট শিশুদের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ না থাকায়, বড়দের জন্য তৈরি ওষুধ দিয়েই ঝুঁকিপূর্ণভাবে চিকিৎসা চালিয়ে যেতে হতো।
এই বাস্তবতা বদলে দিতে এগিয়ে এসেছে আন্তর্জাতিক ওষুধপ্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভার্টিস। সুইজারল্যান্ডের নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি প্রতিষ্ঠানটির একটি নতুন ওষুধকে অত্যন্ত ছোট শিশুদের জন্য ব্যবহার উপযোগী বলে অনুমোদন দিয়েছে। এই ওষুধটি বিশেষভাবে তৈরি হয়েছে এমন শিশুদের জন্য যাদের ওজন সাড়ে চার কেজির নিচে।
নোভার্টিস জানিয়েছে, তারা 'মুনাফার জন্য নয়' এই নীতির আওতায় ওষুধটি তৈরি করবে, যাতে বিশ্বের দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর শিশুদের কাছে সহজলভ্য হয় চিকিৎসা। এই উদ্যোগে তাদের সহযোগিতা করেছে অলাভজনক সংস্থা মেডিসিনস ফর ম্যালেরিয়া ভেনচার (MMV)।
নোভার্টিসের প্রধান নির্বাহী ভাস নারাসিমহান এক বিবৃতিতে বলেন, “ম্যালেরিয়ার বিরুদ্ধে তিন দশকেরও বেশি সময় ধরে আমরা কাজ করছি। নবজাতক ও কম বয়সী শিশুদের জন্য প্রথমবারের মতো ক্লিনিক্যালি কার্যকর একটি ওষুধ উদ্ভাবন করতে পেরে আমরা গর্বিত।”
বিশেষজ্ঞরা বলছেন, এই ওষুধ অনুমোদনের মধ্য দিয়ে শিশু ম্যালেরিয়া চিকিৎসার জগতে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। এটি খুব শিগগিরই আফ্রিকার বিভিন্ন দেশে প্রয়োগ শুরু হবে বলে জানা গেছে।
উল্লেখযোগ্য তথ্য:
বিশ্বে প্রতিবছর ২০ কোটির বেশি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হন
আক্রান্তদের একটি বড় অংশ শিশু, যাদের মৃত্যুহার অনেক বেশি
নতুন ওষুধটি শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর বলে প্রমাণিত