২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ২৪৮, বরিশালে বেশি
সমাজকাল
প্রকাশ: ১৯:৩১, ১৯ জুন ২০২৫
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ২৪৮, বরিশালে বেশি, চলতি বছর আক্রান্ত হয়েছেন ৬,৯২৬ জন, মৃত্যু ৩০।
নিজস্ব প্রতিবেদক :
দেশজুড়ে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বরিশাল ও ঢাকায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। যদিও একই সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে—
- বরিশাল বিভাগ (সিটি করপোরেশন এলাকার বাইরে) — ১০৪ জন
- চট্টগ্রাম বিভাগ — ৩৯ জন
- ঢাকা বিভাগ (ঢাকা ব্যতীত অন্যান্য জেলা) — ১৮ জন
- ঢাকা উত্তর সিটি করপোরেশন — ২০ জন
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন — ৩৫ জন
- রাজশাহী বিভাগ — ১৮ জন
- খুলনা বিভাগ — ৭ জন
- ময়মনসিংহ বিভাগ — ৪ জন
- রংপুর বিভাগ — ৩ জন