বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ২৪৮, বরিশালে বেশি

সমাজকাল

প্রকাশ: ১৯:৩১, ১৯ জুন ২০২৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ২৪৮, বরিশালে বেশি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ২৪৮, বরিশালে বেশি, চলতি বছর আক্রান্ত হয়েছেন ৬,৯২৬ জন, মৃত্যু ৩০। নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বরিশাল ও ঢাকায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। যদিও একই সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে—
  • বরিশাল বিভাগ (সিটি করপোরেশন এলাকার বাইরে) — ১০৪ জন
  • চট্টগ্রাম বিভাগ — ৩৯ জন
  • ঢাকা বিভাগ (ঢাকা ব্যতীত অন্যান্য জেলা) — ১৮ জন
  • ঢাকা উত্তর সিটি করপোরেশন — ২০ জন
  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন — ৩৫ জন
  • রাজশাহী বিভাগ — ১৮ জন
  • খুলনা বিভাগ — ৭ জন
  • ময়মনসিংহ বিভাগ — ৪ জন
  • রংপুর বিভাগ — ৩ জন
একই সময়ে সারাদেশে ২১৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৬ হাজার ১০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সারা বছর হিসেবে ১ জানুয়ারি থেকে ১৯ জুন ২০২৫ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯২৬ জনে। এদের মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০ জন। গত দুই বছরের তুলনামূলক চিত্রে দেখা যায়: ২০২৩ সাল: আক্রান্ত ৩,২১,১৭৯ জন, মৃত্যু ১,৭০৫ জন ২০২৪ সাল: আক্রান্ত ১,০১,২১৪ জন, মৃত্যু ৫৭৫ জন স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, বর্ষা মৌসুমে মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ে। তাই এ সময় সতর্কতা এবং সচেতনতার কোনো বিকল্প নেই। কীভাবে সতর্ক থাকবেন: জমে থাকা পানি পরিষ্কার করুন মশারিতে ঘুমান মশানিধন স্প্রে ব্যবহার করুন জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: