রুনা খান এবার চিত্রনায়িকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:১৭, ১৭ আগস্ট ২০২৫

বাংলাদেশের অভিনয় জগতে বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেত্রী রুনা খান এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন—চিত্রনায়িকা হিসেবে। আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় নির্মিতব্য সিনেমা “চলচ্চিত্র: দ্য সিনেমা”-তে তাকে দেখা যাবে একজন চিত্রনায়িকার ভূমিকায়।
সিনেমার গল্প ও চরিত্র
সিনেমাটির গল্প ঘুরে দাঁড়িয়েছে রুপালি পর্দার আড়ালের জীবনকে কেন্দ্র করে। পরিচালক জাহেদীর ভাষ্য অনুযায়ী, পর্দার ঝলমলে জীবনের পাশাপাশি একজন নায়িকার ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, সাফল্য-ব্যর্থতা, সংগ্রাম ও মানবিক আবেগই হবে সিনেমার মূল ফোকাস।
রুনা খান বলেন—“এই চরিত্রে অভিনয় আমার কাছে আলাদা অভিজ্ঞতা। একজন অভিনেত্রী হিসেবে এমন বাস্তবতার ছোঁয়া আছে যেসব চরিত্রে, সেখানে কাজ করতে সবসময় আগ্রহ পাই। দর্শক এবার আমাকে সিনেমার নায়িকার চরিত্রে দেখতে পাবেন, যা আগে কখনো হয়নি।”
রুনা খানের অভিজ্ঞতা
অভিনেত্রীর ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৭ সালে নোমান রবিনের টেলিফিল্মে, যেখানে তিনি যাত্রাপালার একজন প্রিন্সেসের ভূমিকায় অভিনয় করেন। তবে এবারই প্রথম তিনি সিনেমার পর্দায় চিত্রনায়িকা হচ্ছেন। তিনি আরও বলেন—
“পর্দায় নায়িকার ভূমিকায় এবারই প্রথম। চরিত্রটি যেন দর্শকের মনে দাগ কাটে, সে জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে। সিনেমাটি সফল হলে সেটিই হবে আমার সবচেয়ে বড় অর্জন।”
নির্মাণ পরিকল্পনা
পরিচালক আলী জুলফিকার জাহেদী জানিয়েছেন, সিনেমার শুটিং শুরু হবে আগামী শীতে। তবে সব প্রস্তুতি শেষ না হওয়া পর্যন্ত শুটিং শুরুর তারিখ কিছুটা পিছিয়েও যেতে পারে।
মুক্তির অপেক্ষায় অন্য কাজ
এরই মধ্যে মুক্তির অপেক্ষায় আছে রুনা খানের তিনটি সিনেমা—
মাসুদ পথিকের “বক”
কৌশিক শংকর দাসের “দাফন”
জাহিদ হোসেনের “লীলা মন্থন”
রুপালি পর্দার আড়ালের গল্প নিয়ে আসছে “চলচ্চিত্র: দ্য সিনেমা”, যেখানে চিত্রনায়িকার চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করছেন রুনা খান। বহুমাত্রিক অভিনয়গুণে সমৃদ্ধ এই অভিনেত্রীর নতুন চরিত্র দর্শকদের জন্য নিঃসন্দেহে একটি ভিন্ন স্বাদের অভিজ্ঞতা হয়ে উঠবে।