ম্যাডোনার আবেদন : গাজায় মানবিক সফরে পোপ লিওকে আহ্বান
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৪:৩৫, ১৬ আগস্ট ২০২৫ | আপডেট: ১৪:৩৫, ১৬ আগস্ট ২০২৫

মার্কিন পপতারকা ম্যাডোনা গাজার শিশুদের জন্য মানবিক সহায়তা চেয়েছেন। তিনি এ নেয়ে পোপ লির কাছে আহ্বান জানান। ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় এই তারকা লিখেছেন —
“সবচেয়ে পবিত্র পিতা, দয়া করে গাজায় যান এবং শিশুদের জন্য আপনার আলো নিয়ে আসুন, সময় আর নেই।”
মায়ের কণ্ঠে মানবিক আবেদন
নিজের ছেলে রক্কোর জন্মদিনে পোস্টটি প্রকাশ করে ম্যাডোনা বলেন—
“রাজনীতি পরিবর্তন আনতে পারছে না, কিন্তু চেতনা পারে।”
তিনি মনে করেন, তার সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার হবে সবার কাছে এই আহ্বান, যাতে বিশ্ব একসঙ্গে গাজার শিশুদের পাশে দাঁড়ায়।
পোপ লিওর অবস্থান ও সমালোচনা
২০২৫ সালের মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকেই পোপ লিও ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে আসছেন। জুলাইয়ে তিনি সতর্ক করেন—
“গাজায় সাধারণ মানুষ ভয়াবহ দুর্ভিক্ষ ও সহিংসতার মুখে পড়েছে। শান্তি ও যুদ্ধবিরতি ছাড়া এই দুর্দশার অবসান সম্ভব নয়।”তবে ইসরায়েল সরকার তাকে গাজায় প্রবেশ করতে দেবে কি না, তা এখনো অনিশ্চিত।
গাজার শিশুদের আর্তনাদ
জাতিসংঘ শিশু সংস্থা (ইউনিসেফ) জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত গাজায় ১৮ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। প্রতিদিন গড়ে ২৮ জন শিশু মারা যাচ্ছে।
ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য-ওষুধ প্রবেশ করতে না পারায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) একে বলছে—“মানবসৃষ্ট দুর্ভিক্ষ।”
দুর্ভিক্ষ ও মৃত্যুর মিছিল
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ২২২ জন মানুষ—যাদের মধ্যে ১০১ জন শিশু—পুষ্টিহীনতায় মারা গেছে।
জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান রমেশ রাজাসিংহাম বলেছেন, “এটি আর looming hunger crisis নয়—এটি সরাসরি starvation।”
শিল্পীদের কণ্ঠে প্রতিবাদ
ম্যাডোনার পাশাপাশি ম্যাসিভ অ্যাটাক, ব্রায়ান ইনো এবং ইউ–টু ব্যান্ডও গাজার মানবিক বিপর্যয় নিয়ে বিশ্বকে সচেতন করছেন।
ডব্লিউএইচও মহাপরিচালক টেডরোস গেব্রেয়েসুস ম্যাডোনাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, “মানবিকতা ও শান্তিই এখন সবচেয়ে বেশি প্রয়োজন।”
২২ মাসব্যাপী যুদ্ধ ইসরায়েল ও তার মিত্রদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি করেছে। অস্ট্রেলিয়া, কানাডা ও ফ্রান্স ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্য জানিয়েছে, সেপ্টেম্বরের মধ্যে শর্তসাপেক্ষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, যদি ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়।
ম্যাডোনার আবেদন কেবল সঙ্গীত জগতের নয়, মানবিক চেতনারও শক্তিশালী প্রতিফলন। তিনি লিখেছেন—
“সবারই কষ্ট হচ্ছে। জিম্মিদের পরিবারগুলোরও।”
এখন প্রশ্ন হলো—পোপ লিও কি গাজায় গিয়ে মানবতার আলো জ্বালাবেন, নাকি এই আহ্বানও বিশ্বের নীরবতার ভিড়ে মিলিয়ে যাবে?