তাহসানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে খোলামেলা মিথিলা
সমাজকাল
প্রকাশ: ১৭:৪৬, ৪ জুলাই ২০২৫

তাহসানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে খোলামেলা মিথিলা, আমি জানতাম না কীভাবে সিদ্ধান্ত নিতে হয়।একজন মা, অভিনেত্রী ও কর্মজীবী নারী হিসেবে বিচ্ছেদের সময়ের মানসিক চাপ ও নিজের অর্থনৈতিক স্বাধীনতার কথা জানালেন মিথিলা।
বিনোদন ডেস্ক
২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও রাফিয়াথ রশিদ মিথিলা। প্রায় ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালের অক্টোবরে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের বহু বছর পর এবার মিথিলা সেই সময়কার মানসিক টানাপোড়েন ও সিদ্ধান্ত গ্রহণ নিয়ে মুখ খুলেছেন।
সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে এসে নিজের জীবনের কঠিন সময় সম্পর্কে খোলামেলা কথা বলেন এই জনপ্রিয় অভিনেত্রী ও শিক্ষাবিদ। মিথিলা জানান, “২০১৫ সাল থেকে আমরা আলাদা থাকতাম। তখনও ভাবতাম হয়তো সম্পর্কটা আবার জোড়া লাগবে। আমি অপেক্ষা করছিলাম। কিন্তু মানসিকভাবে মানিয়ে নিতে পারছিলাম না। শেষমেশ ২০১৭ সালে বুঝলাম, এই সম্পর্ক আর কাজ করবে না।”
বিচ্ছেদের সময় বয়স কম হওয়া ও এক বছরের শিশু থাকার কারণে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছিল বলে জানান মিথিলা। তিনি বলেন, “আমি ছিলাম অনেক অল্প বয়সী। আমার কোলে এক বছরের একটা বাচ্চা। আমি জানতাম না কীভাবে সিদ্ধান্ত নিতে হয়।”
অর্থনৈতিক স্বাধীনতা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। মিথিলা বলেন, “মেয়েদের নিজস্ব একটা জায়গা থাকা জরুরি—সেটা বাবার বাড়ি বা শ্বশুরবাড়ি নয়, নিজের জায়গা। সেই জায়গা তৈরি করতে অর্থনৈতিক স্বাধীনতা খুব গুরুত্বপূর্ণ। এখনকার মেয়েরা আগের চেয়ে অনেক বেশি স্বাধীন বলেই সিদ্ধান্ত নেওয়ার সাহস পাচ্ছে।”
মিথিলা জানান, তার মা সবসময় বলতেন নিজের পায়ে দাঁড়াতে। সেই কথা মতো তিনি বিয়ের পরেও পড়াশোনা, চাকরি চালিয়ে গেছেন। তবে তখন একা সন্তান মানুষ করার আত্মবিশ্বাস ছিল না বলেও জানান।
উল্লেখ্য, বিচ্ছেদের পর দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৪ সালে তাহসান ও মিথিলা আবার একসঙ্গে পর্দায় হাজির হন ৭ পর্বের ওয়েব সিরিজ ‘বাজি’-তে। এক সময়ের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে তাদের অভিনীত নাটক ও গান দর্শক-শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।