বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

চলচ্চিত্রকে  ‘না’ প্রযোজনায় পড়শী

সমাজকাল

প্রকাশ: ১২:৩৩, ৩০ জুন ২০২৫

চলচ্চিত্রকে  ‘না’ প্রযোজনায় পড়শী

চলচ্চিত্রকে  ‘না’প্রযোজনায় পড়শী। জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী চলচ্চিত্রে কাজ না করার পরিকল্পনার কথা স্পষ্ট করেছেন। গান আর নাটক নিয়েই চলবে তার ভবিষ্যৎ।

বিনোদন প্রতিবেদক

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী এবার স্পষ্ট করে জানালেন, চলচ্চিত্রে কাজ করার কোনো পরিকল্পনা নেই তার। বরং গানের পাশাপাশি নাটক প্রযোজনাকেই ভবিষ্যতের মূল ফোকাস হিসেবে নির্ধারণ করেছেন তিনি।

গান দিয়ে যাত্রা শুরু করা পড়শী পেরিয়ে এসেছেন ১৬ বছরের দীর্ঘ সংগীতযাত্রা। পরে অভিনয়েও সফল হয়েছেন। এবার তিনি প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। তার প্রযোজিত প্রথম নাটক ‘প্রেমেরই পরশে’ গত মাসে ইউটিউবে মুক্তি পায়। নাটকটিতে তার বিপরীতে ছিলেন ফারহান আহমেদ জোভান। দর্শকের ভালোবাসায় নাটকটি ইতোমধ্যে প্রায় ৬০ লাখ ভিউ ছাড়িয়ে গেছে।

পড়শী বলেন, ‘কণ্ঠশিল্পী ও অভিনেত্রী হিসেবে এতদিন কাজ করেছি। এবার প্রযোজনায় নাম লেখালাম। প্রথম নাটকটি ছিল এক্সপেরিমেন্টাল, অনেক কিছু শিখলাম। পরবর্তী নাটকের প্রস্তুতি চলছে, গল্পের কাজ চলছে এখন। আবারও পরিচালনায় থাকবেন মহিদুল মহিম ভাই।’

নাট্যপ্রযোজনায় আগ্রহ থাকলেও চলচ্চিত্র নিয়ে আগ্রহ নেই বলেই জানিয়ে দিলেন এই শিল্পী। তার ভাষায়, ‘চলচ্চিত্রের প্রস্তাব নিয়মিতই আসে। কিন্তু আপাতত গান ও নাটক নিয়েই পরিকল্পনা। বছরে অন্তত তিনটি নাটক নির্মাণ করব। সিনেমার পোকা মাথায় ঢোকাতে চাই না।’

উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত শামীম আহমেদ রনির পরিচালনায় ‘মেন্টাল’ ছবিতে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল পড়শীকে। এরপর গত এক দশকে আর কোনো চলচ্চিত্রে কাজ করেননি তিনি, এবং ভবিষ্যতেও চলচ্চিত্রে কাজের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: