ছয় বছরের সংসার ভাঙলো কনার
সমাজকাল
প্রকাশ: ১৩:৫৬, ২৬ জুন ২০২৫

ছয় বছরের সংসার ভাঙলো কনার, কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। গত ১৬ জুন ইফতেখার গহিনের সঙ্গে পারস্পরিক সমঝোতায় বিবাহবিচ্ছেদ হয়।
বিনোদন প্রতিবেদক
জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ছয় বছরের বৈবাহিক জীবনের ইতি টেনেছেন। দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্কের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী মোহাম্মদ ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন কনা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল বুধবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে নিজেই বিচ্ছেদের খবর প্রকাশ করেন তিনি।
স্ট্যাটাসে কনা লিখেছেন, ‘জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছায়। তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়। দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের পর আমি ও গোলাম মোহাম্মদ ইফতেখার গহিন পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের জন্য অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত হলেও আমরা একে অপরের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকব।’
তিনি আরও লেখেন, ‘জীবনের নতুন অধ্যায়ে আমরা উভয়েই যেন শান্তি ও সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই। এখন আমি পুরোপুরি আমার গানের কাজেই মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমে আমি এই অবস্থানে পৌঁছেছি। আশা করি, আপনারা আমার সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আগের মতোই ভালোবাসা ও সমর্থন দিয়ে পাশে থাকবেন।’
বিচ্ছেদের পরেও কনা ও গহিনের মধ্যে কোনো তিক্ততা নেই বলেই ধারণা করা হচ্ছে। কনার এই বিবৃতি সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তবে অধিকাংশই তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।