বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

তুমব্রু সীমান্তে গোলাগুলি থামছেই না আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

সমাজকাল

প্রকাশ: ১৭:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০২২

তুমব্রু সীমান্তে গোলাগুলি থামছেই না  আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

উখিয়া প্রতিনিধি কক্সবাজারের উখিয়ার পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে আতঙ্ক কাটছে না। গত কয়েকদিন ধরে সীমান্ত পরিস্থিতি শান্ত থাকার পর আবার শুরু হয়েছে গোলাগুলির শব্দ। আজ বৃহস্পতিবার (১৫আগস্ট)বিকাল ৪টা থেকে আবারও থেমে থেমে ভেসে গোলাগুলির শব্দ।এ কারনে সীমান্তের কাছাকাছি বসবাসকারী লোকজনের মাঝে আবারো দেখে দিয়েছে অজানা আংতক।বর্ডার গার্ড বিজিবি সর্তক অবস্থান রয়েছে। তুমব্রু বাজারের স্থানীয় বাসিন্দা বোরহান আজিজ এই প্রতিনিধি কে বলেন, বিকাল ৪ টা থেকে রাত নয়টা পর্যন্ত মিয়ানমারের ছোঁড়া প্রায় অর্ধশতাধিক ভারী গোলাবারুদের শব্দ শোনা যায়। হঠাৎ এত গোলাগুলির কারণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরী হয়েছে। জানা গেছে, এক মাসেরও বেশি সময় ধরে ঘুমধুম সীমান্তে গোলাগুলি চলছে৷ মর্টার সেলসহ ভারী অস্ত্রের গোলাবারুদের শব্দে নির্ঘুম রাত কাটছে স্থানীয় বাংলাদেশীদের। ওপারে গোলাগুলির কারণে এপারে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। তুমব্রু সীমান্ত এলাকার বাসিন্দা মাহমুদুল হক বলেন, গোলাবারুদের শব্দে মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারের উড়াউড়ির কারণে মানুষ সারাক্ষণ আতঙ্কে থাকে। প্রায় সময় আকাশ সীমা লঙ্ঘন করে যুদ্ধবিমানগুলো উড়তে দেখা যায়। ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ‘বৃহস্পতিবার বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত একটানা গোলাগুলির শব্দ শোনা গেছে। গত ২৮ আগস্ট এবং ৩ সেপ্টেম্বর দুই দফায় ৪ টি মর্টার সেল এসে পড়েছিল তুমব্রু উত্তরপাড়া ও বাইশফাঁড়ি এলাকায়। বিষয়টি নিয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দফা তলব করা হয়েছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: