ঘুমধুমে রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৭:২০, ১৭ আগস্ট ২০২৫ | আপডেট: ০০:৪৫, ২৩ আগস্ট ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কচুবনিয়া এলাকায় এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নুরুল আবছার (২৫)। তিনি উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা এবং জাফর আলমের ছেলে। নুরুল পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
রোববার (১৭ আগস্ট) দুপুরে কুমির প্রজনন কেন্দ্রসংলগ্ন ড্রাগন বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নুরুল আবছার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তিনি আর ফেরেননি। রাতভর তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো খোঁজ মেলেনি।
পরদিন সকালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে কচুবনিয়ার ড্রাগন বাগানে গিয়ে গলাকাটা অবস্থায় তার মরদেহ দেখতে পান। সেখানে তার অটোরিকশা ও মোবাইল ফোন মেলেনি। স্থানীয়দের ধারণা, নুরুল ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক। তিনি বলেন, “কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা তদন্ত করছি।”
ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জাফর ইকবাল জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত এলাকায় রোহিঙ্গা শিবিরগুলোতে ছিনতাই, চুরি, খুনখারাবির মতো অপরাধ বেড়ে যাওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলছেন, সম্প্রতি এসব এলাকায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হওয়া তরুণদের নানা অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বাড়ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যেই প্রাথমিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে।