ঘুমধুমে পরিত্যক্ত এক লাখ ইয়াবা উদ্ধার
প্রকাশ: ১২:৫৩, ২৫ জুন ২০২৫
ঘুমধুমে পরিত্যক্ত এক লাখ ইয়াবা উদ্ধার। বান্দরবানের ঘুমধুম সীমান্ত থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযান চলছে।
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী এলাকা থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ জুন) ভোররাতে চালানো এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় মাদকের বিশাল চালানটি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে জানা যায় মিয়ানমার থেকে একটি বড় ইয়াবার চালান নোয়াপাড়া খাল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
এই তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) একটি বিশেষ টহল দল কৌশলগত অবস্থান নেয় সীমান্ত এলাকায়। ভোররাতে দুজন ব্যক্তিকে মিয়ানমার দিক থেকে কাপড়ের ব্যাগ হাতে করে সীমান্ত অতিক্রম করতে দেখা যায়।
চ্যালেঞ্জ করতেই ফেলে যায় ব্যাগ
বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সীমান্তে মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম বলেন, “মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। ঘুমধুম ও পার্শ্ববর্তী এলাকা দিয়ে যেন মাদক না আসতে পারে, সে লক্ষ্যে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা যথাযথ প্রক্রিয়ায় ধ্বংসের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।