শাহজালাল থেকে উড্ডয়নের পরই ইঞ্জিনে আগুন, বাঁচলেন ২৯০ যাত্রী
সমাজকাল
প্রকাশ: ১২:১৬, ২০ মে ২০২৫

শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারের T ফ্লাইটের ইঞ্জিনে আগুনের স্ফুলিঙ্গ। পাখির সঙ্গে সংঘর্ষে জরুরি অবতরণ। ২৯০ যাত্রী সবাই নিরাপদে।
সমাজকাল প্রতিবেদক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটের ইঞ্জিনে আগুনের স্ফুলিঙ্গ দেখা দেওয়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে বিমানটি।
মঙ্গলবার (২০ মে) সকাল ৭টা ৮ মিনিটে উড্ডয়ন করে TK713 নম্বর ফ্লাইটটি। তবে shortly afterward মাওনার আকাশসীমা অতিক্রমের পর বিমানের ডান পাশের ইঞ্জিনে পাখির সঙ্গে ধাক্কা (বার্ড হিট) লাগলে ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয়।
তাৎক্ষণিকভাবে পাইলট দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন এবং সকাল ৮টা ৩ মিনিটে বিমানটি নিরাপদে শাহজালালে ফিরে আসে। বিমানে থাকা ২৯০ জন যাত্রী ও ক্রুর সবাই অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন এবং তাদের ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সরিয়ে নেওয়া হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “উড্ডয়নের সময় পাখির সঙ্গে সংঘর্ষে ডান ইঞ্জিনে আগুনের মতো স্ফুলিঙ্গ দেখা যায়। পাইলট দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন।”
জানা গেছে, TK713 ফ্লাইটটি বর্তমানে শাহজালাল বিমানবন্দরের ১৫ নম্বর বে-তে পার্ক করা হয়েছে এবং ইঞ্জিন ও অন্যান্য প্রযুক্তিগত যন্ত্রাংশ পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরবর্তী ফ্লাইটের সময়সূচি এখনো জানানো হয়নি।
এই ঘটনা ঘিরে বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে এবং বার্ড হিট প্রতিরোধে অতিরিক্ত নজরদারির নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।