"আকাশে ওড়ার পর খুলে পড়ল বিমানের চাকা, অল্পের জন্য রক্ষা ৭১ যাত্রী"
সমাজকাল
প্রকাশ: ১৭:৫০, ১৬ মে ২০২৫

সমাজকাল প্রতিবেদক :
কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করার পর মাঝ আকাশে একটি চাকা খুলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের। তবে সৌভাগ্যক্রমে উড়োজাহাজটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়েছে। ঘটনায় বিমানে থাকা ৭১ যাত্রী সবাই অক্ষত রয়েছেন।
শুক্রবার (১৬ মে) দুপুরে এই ঘটনা ঘটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ নম্বর ফ্লাইটে। কক্সবাজার থেকে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায় বলে জানান এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর।
তিনি বলেন, “ঘটনার পরপরই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম রানওয়ের পাশে প্রস্তুত ছিল। তারা অবতরণের পূর্ব প্রস্তুতি নিয়ে রাখেন। পাইলট দক্ষতার সঙ্গে ফ্লাইটটি সফলভাবে অবতরণ করান।”
বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তী ফ্লাইটে তাদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগ তদন্ত করছে—কী কারণে চাকা খুলে পড়ল এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কী ব্যবস্থা নেওয়া হবে।
ব্যাকগ্রাউন্ড:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করছে। অতীতে একাধিকবার যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটলেও সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
২০১৯ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে জরুরি অবতরণ করে যান্ত্রিক সমস্যার কারণে। এরপর থেকেই উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে বিশেষ নজর দেওয়ার কথা বলা হলেও কিছু কিছু ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগের জন্ম দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, উড্ডয়নের পর উড়োজাহাজ থেকে চাকা খুলে পড়ার ঘটনা খুবই বিরল এবং এটি যাত্রীদের জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ হতে পারত। এ কারণে বিমানের নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থায় আরও কঠোরতা আরোপের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।