মধ্য আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন
সমাজকাল
প্রকাশ: ১৪:৫৫, ১৯ জুন ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
মধ্য আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ধারাবাহিক অবদানের অংশ হিসেবে মধ্য আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ মিশন (MINUSCA)-এ নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্টে নতুন ১২৫ জন সদস্যের প্রতিস্থাপন সম্পন্ন হলো। বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) জাতিসংঘ কর্তৃক ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শান্তিরক্ষী দলটি ঢাকা ছেড়ে যায়।
এই কন্টিনজেন্টের নেতৃত্বে আছেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর ইমরানুর রহমান, বিইউপি, এএফডব্লিউসি, পিএসসি। তিনি আর্মড মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিটের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিদায় পর্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শান্তিরক্ষীদের সফলতা কামনা করে দোয়া করা হয় যাতে তারা পূর্ববর্তী দলের অর্জিত সুনাম অক্ষুণ্ণ রেখে আরও পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি। তিনি শান্তিরক্ষীদের শুভেচ্ছা ও বিদায় জানান।
এর আগে, ১৬ জুন ২০২৫ তারিখে বিমান বাহিনী সদর দপ্তরে একটি দিকনির্দেশনামূলক অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, “জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর অবদান গৌরবজনক। আপনাদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতায় দেশের মর্যাদা আরও উঁচুতে পৌঁছাবে।” তিনি মিশনের সফলতা কামনা করে মোনাজাতে অংশ নেন।