সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

| ১৬ অগ্রাহায়ণ ১৪৩২

জুলাই সনদের ওপর আলাদা গণভোট অসম্ভব: নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৩৯, ১৪ নভেম্বর ২০২৫

জুলাই সনদের ওপর আলাদা গণভোট অসম্ভব: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর / ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জুলাই সনদের ওপর আলাদা গণভোট এখন আয়োজন সম্ভব নয়। এটি তিন-চার মাস আগে করলে সম্ভব হতো। বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন অনিবার্য এবং কোনো অজুহাতে নির্বাচন ভণ্ডুল হওয়া জাতি চায় না। তিনি বলেছেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের জন্য সরকারকে ধন্যবাদ জানাই; এটি এই মুহূর্তে বাস্তবসম্মত।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে গণঅধিকার পরিষদের কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণ সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় নুরুল হক নুর এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেক ভিন্নমত ছিল। প্রধান উপদেষ্টার ভাষণে সংশয় অনেকটাই কেটে গেছে। সকল দলের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা রইল না। এটি এখন রাজনৈতিক দলগুলোর বিভাজনের কারণে বানচাল হতে পারে।

নুরুল হক নুর আরও বলেন, ভোট পেতে অনেক রাজনৈতিক দল আওয়ামী তোষামোদে ব্যস্ত। নির্বাচনে অংশগ্রহণকারীদের ইমান আরও শক্তিশালী হতে হবে। প্রশাসনের গতকালকের (১৩ নভেম্বর) তথাকথিত লকডাউন ফরিদপুরসহ অনেক জায়গায় আমাদের আশাহত করেছে। এভাবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয়। বড় রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বেশি। প্রত্যেক প্রার্থী যেন নির্বিঘ্নে প্রচার-প্রচারণা করতে পারে, তা নিশ্চিত করতে হবে। সরকার নির্বাচনি ট্র্যাকে আছে, দলগুলোকে সহায়তা করতে হবে।

তিনি বিএনপি-জামায়াতের উদ্দেশে বলেন, ২০১৮ সালের কোটা আন্দোলন না হলে ২৪ আসত না, এই পরিবর্তন হতো না। ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা লাগত না। আমাদের অবমূল্যায়ন করলে জাতি এটা মেনে নেবে না। আগের মতো দলকানা হলে চলবে না।

এর আগে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সুষ্ঠুতা নিশ্চিত করতে সমস্ত দায়িত্ব পালন করা হচ্ছে।

ড. ইউনূস উল্লেখ করেছেন, গত ৯ মাস ধরে জাতীয় ঐকমত্য কমিশন রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের গুরুত্বপূর্ণ ৩০টি বিষয়ে দলগুলো একমত হয়েছে, যা ভবিষ্যত রাজনীতির জন্য আশাব্যঞ্জক।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘আর.ভি ড. ফ্রিডটজফ নানসেন’ জরিপ; বঙ্গোপসাগরে ৬৫ নতুন প্রজাতির মাছ, বাংলাদেশ অংশেই ৫ প্রজাতি
অবৈধ আহরণে সমুদ্রে কমে যাচ্ছে মাছ: ফরিদা আখতার
খালেদা জিয়ার সুস্থতায় ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
বিএনপির হাতেই দেশের সার্বভৌমত্ব: মির্জা আব্বাস
১৭০ আসনে জেএসডির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ: দেখে নিন প্রার্থী কারা
ছাদে দুই কিশোর, বন্ধ মেট্রোরেল চলাচল
সরকারি প্লট বরাদ্দ দুর্নীতি মামলা : শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় সোমবার
হত্যাকাণ্ডে শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিলো: তদন্ত কমিশন
নারায়ণগঞ্জে বাউলদের সমাবেশ মঞ্চের ফেস্টুন ছিঁড়ল যুবক, আটক
তারেক রহমান ঢাকায় না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা ঠিক না: পররাষ্ট্র উপদেষ্টা
সীমান্ত হত্যার সমাধান আপাতত দেখছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় যাত্রাপালা প্রদর্শনী, ৩১ টি দল থাকবে
কামালকে প্রত্যর্পণের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই: উপদেষ্টা
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত,
সচিবালয়ের আগুন নিভেছে
ফিরতে চাইলে তারেক রহমানকে ওয়ান-টাইম পাস দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়
খুলনায় আদালত চত্বরে গুলিতে নিহত ২
১ ডিসেম্বর থেকে রাত্রে থাকা যাবে সেন্টমার্টিনে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাশিয়ার শুভেচ্ছা–বার্তা