বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৬ কার্তিক ১৪৩২

আন্দোলন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন এমপিওভুক্ত শিক্ষকরা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:১৮, ২১ অক্টোবর ২০২৫

আন্দোলন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন এমপিওভুক্ত শিক্ষকরা 

ছবি: সংগৃহীত

দীর্ঘ আন্দোলনের পর অবশেষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাসে ফিরতে চলেছেন। অর্থ মন্ত্রণালয় থেকে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে সম্মতি জানিয়ে প্রজ্ঞাপন জারি হওয়ার পর মঙ্গলবার (২১ অক্টোবর) আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক নেতারা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি জানান, ‘আমাদের দাবি আংশিক পূরণ হয়েছে। আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি। আগামী বুধবার থেকেই ক্লাসে ফিরে যাব।’

এর আগে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা আগামী ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে প্রদান করা হবে। পরবর্তী ধাপে, ২০২৬ সালের জুলাই মাসে আরও ৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট ১৫ শতাংশে উন্নীত হবে।

গত রোববার অর্থ মন্ত্রণালয় প্রাথমিকভাবে ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা ঘোষণা করেছিল, যা শিক্ষক সংগঠনগুলো প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যান। টানা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির পর সরকারের সদর্থক সাড়া মিলতেই আন্দোলনের সমাপ্তি ঘটল।

এ প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেন,“আজকের এই দিনটি শিক্ষা বিভাগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ। একজন শিক্ষক এবং উপদেষ্টা হিসেবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”

তিনি আরও জানান, চলতি নভেম্বর থেকে ৭.৫ শতাংশ ভাতা (ন্যূনতম ২,০০০ টাকা) কার্যকর হবে এবং ২০২৬ সালের জুলাই থেকে পূর্ণ ১৫ শতাংশ ভাতা প্রদান করা হবে।

শিক্ষক সমাজ সরকারের এ সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং শিক্ষাঙ্গনে পুনরায় স্বাভাবিক পাঠদান শুরু করার ঘোষণা দিয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন